সিংহ তাড়া করছে পর্যটকদের গাড়ি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
কর্নাটকের বালারি জেলার অটলবিহারী বাজপেয়ী জুলজিক্যাল পার্ক। সেখানে সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন এক দল পর্যটক। কিন্তু তাঁদের সেই ভ্রমণ শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হল একটি সিংহের জন্য। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া সেই ভি়ডিয়োতে দেখা যাচ্ছে, ক্রুদ্ধ সিংহটি ভয়ঙ্কর গতিতে তাড়া করছে পর্যটকদের গাড়িকে। আর সিংহের হাত থেকে বাঁচতে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন চালক। এ ভাবে কিছুক্ষণ চলার পর সিংহকে পিছনে ফেলে গাড়িটি। কিন্তু গাড়িটি দাঁড়িয়ে পড়তেই আবার তাড়া করে সিংহটি। প্রাণ হাত করে কোনওমতে ফেরেন পর্যটকরা।
তবে কী কারণে সিংহটি রেগে গিয়ে তাড়া করছিল পর্যটকদের তা জানা যায়নি। অটলবিহারী বাজপেয়ী জুলজিক্যাল পার্ক বাঘ-সিংহ সাফারির জন্য বিখ্যাত। ২০১৭তে এই পার্কের উদ্বোধন করা হয়েছিল।
আরও পড়ুন: হাতে গোখরো, তরোয়াল নিয়ে মহিলাদের গারবা নাচের ভিডিয়ো ভাইরাল, গুজরাতে গ্রেফতার পাঁচ
আরও পড়ুন: ১৭ বছরে ছ’টি খুন, কী ভাবে সিরিয়াল কিলার হয়ে উঠলেন জলি