ধসের কবল থেকে একটুর জন্য রক্ষা পেলেন ব্যক্তি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
একটানা প্রবল বর্ষণের জেরে বানভাসি মালাপ্পুরম-সহ কেরলের বেশ কয়েকটি জেলা। জলের তোড়ে ভেসে শুক্রবার পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৪২ জনের। ঘরছাড়ার সংখ্যাটাও লক্ষাধিক। এর মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় নেমেছে ধস। ধসের কবল থেকে এক ব্যক্তি একটুর জন্য বেঁচে ফিরেছেন। কী ভাবে? তা ধরে পড়েছে সিসিটিভিতে। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল।
ভিডিয়োয় ধসের ঘটনাটি সম্প্রতি ঘটেছে মালাপ্পুরম এলাকায়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কালো রঙের ছাতা নিয়ে এক ব্যক্তি হাঁটছেন। তার পরই নেমে এল ধস। ভেঙে নিয়ে গেল সব কিছু। সামনের দিকে প্রাণপণে দৌড়লেন ওই ব্যক্তি। এই দৌড়ের জোরেই কোনওমতে প্রাণে বাঁচলেন তিনি।
তাঁর সঙ্গে ছিলেন এক বৃদ্ধা। ওই ব্যক্তি ধসের হাত থেকে রক্ষা পেলেও বৃদ্ধা কিন্তু ভেসে গিয়েছেন ধসের তোড়ে। কেরলে বন্যায় মালাপ্পুরম ও ওয়েনাডে ধসের ধাক্কা সব থেকে বেশি। সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা উদ্ধারকারী দল সেখানে উদ্ধারকার্য চালাচ্ছে বলে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।
আরও পড়ুন: উপহারের বিএমডব্লিউ পছন্দ নয়, রাগে নদীতে ফেলে দিলেন যুবক!
আরও পড়ুন: ছিল ২৫টি গাড়ি, শিকারের নেশা, নিঃস্ব অবস্থায় শেষ জীবন কাটে বিলাসী এই দেশীয় রাজার