Adoptation

আবর্জনাস্তুপে পড়ে থাকা কন্যা সন্তানকে দত্তক নিলেন সাংবাদিক দম্পতি

সেই পরিত্যক্ত কন্যা শিশুটিকে সম্প্রতি দত্তক নিলেন রাজস্থানের এক সাংবাদিক দম্পতি।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ১৭ জুন ২০১৯ ১৬:৩৫
Share:

আবর্জনাস্তুপে পড়ে থাকার পর হাসপাতালে সেই শিশু। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

কন্যা ভ্রূণ হত্যা বা জন্মের পর কন্যা সন্তানকে ফেলে দেওয়ার ঘটনা একবিংশ শতাব্দীতেও ঘটে থাকে এ দেশে। কিছুদিন আগেই রাজস্থানের নাগৌর এলাকার এক আবর্জনাস্তুপে নবজাতক কন্যা সন্তানের পড়ে থাকার ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। তার পর সেই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে প্রশাসন। সেই পরিত্যক্ত কন্যা শিশুটিকে সম্প্রতি দত্তক নিলেন রাজস্থানের এক সাংবাদিক দম্পতি।

Advertisement

কন্যা শিশুটি যখন আবর্জনাস্তুপে পড়ে থাকার ভিডিয়ো ভাইরাল হতেই তা চোখে পড়ে ওই সাংবাদিক দম্পতির। এর পরই তাঁরা খবর নেন কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই শিশুটিকে। প্রশাসনের কাছ থেকে সেই খবর পেয়ে তাঁরা ছুটে যান সেই হাসপাতালে

এর পরই সেই শিশুটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন ওই সাংবাদিক দম্পতি। তাঁদের নাম বিনোদ কাপড়ি ও সাক্ষী যোশী। পরিত্যক্ত ওই কন্যাশিশুকে পিহু বলে ডাকছেন তাঁরা। পিহুকে দত্তক নেওয়ার খবর ইতিমধ্যেই টুইটারে ছবি দিয়ে জানিয়েছেন সাক্ষী। শিশুটি বর্তমানে রাজস্থানের জেএলএন হাসপাতালে চিকিৎসাধীন। পিহু এখন ভাল আছে বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: রাস্তায় তর্কাতর্কি থেকে হিংসা, টেম্পো ড্রাইভারের ছুরির আঘাতে আহত পুলিশকর্মী!

তবে শিশুটিকে দত্তক নেওয়ার প্রক্রিয়া এখনও চলছে। সেই প্রক্রিয়া শেষ হলেই বিনোদ ও সাক্ষী হবে পিহুর বাবা ও মা।

দেখুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কন্যাশিশুটিকে-

আবর্জনাস্তুপে এ ভাবেই পড়েছিল ওই শিশুটি-

আরও পড়ুন: পারিবারিক অনুষ্ঠানে থাকতে না পারা নিয়ে কী বললেন স্মৃতি?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement