খাবার খেয়ে পেট ফুলে ঢোল পাইথনের। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
বিশালাকার একটি পাইথন। শিকার করে খাবার খাওয়া হয়েছে গিয়েছে। পেটের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে তা। শিকারকে উদরস্থ করে তার পেট ফুলে ঢোল। খাওয়া দাওয়ার পর খুব প্রয়োজন জলের। তাই কোনও মতে নড়তে নড়তে সে এল একটি চৌবাচ্চার কাছে। সেখানে এসে বহু কষ্টে চৌবাচ্চায় উঠে জল খেতে লাগল।
এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা। যা দেখেছেন সাড়ে ১২ হাজারেরও বেশি টুইটার ব্যবহারকারী। সেই ভিডিয়ো আরলোড করে তিনি লিখেছেন, ‘‘খাবার খাওয়ার পর বিশালাকার পাইথন নিজেকে ঠান্ডা করছে।’’
দেখুন সেই ভিডিয়ো—
এই ভিডিয়ো দেখে পাইথনটিকে নিয়ে মজাদার মন্তব্য করছেন নেটাগরিকরা। পাইথন কোনও শিকারকে গোটা গিলে খেয়ে নেয়। তার পর ধীরে ধীরে তা হজম করে। কোনও বড় সড় প্রাণী খাওয়ার পর প্রায় এক সপ্তাহ না খেলেও চলে যায় এদের।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৪০ হাজার! দেশে মোট আক্রান্ত ১১ লক্ষ ছাড়াল
আরও পড়ুন: কোভিড-ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে শূকরের দল