BMW

উপহারের বিএমডব্লিউ পছন্দ নয়, রাগে নদীতে ফেলে দিলেন যুবক!

হরিয়ানার যমুনানগরের এক যুবক বাবা-মায়ের দেওয়া উপহার পছন্দ না হওয়ায় যা করেছে তা নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ১৫:২০
Share:

মাঝ নদীতে বিএমডব্লিউ। ছবি ফেসবুক ভিডিয়োর দৃশ্য।

অন্যের দেওয়া উপহার পছন্দ না হলে আপনি কী করেন? সেটি ব্যবহার করেন না বা কম ব্যবহার করেন। বা ব্যবহার না করে রেখে দেন। কিন্তু হরিয়ানার যমুনানগরের এক যুবক বাবা-মায়ের দেওয়া উপহার পছন্দ না হওয়ায় যা করেছে তা নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা। এমনকি পুলিশও ওই যুবকের আচরণে স্তম্ভিত।

Advertisement

বাবা-মায়ের কাছে একটি ‘জাগুয়ার’ গাড়ি চেয়েছিলেন ওই যুবক। কিন্তু তাঁর বাবা-মা তাঁকে কিনে দিয়েছিলেন বিএমডব্লিউ গাড়ি। এত দামি গাড়ি পেয়েও পছন্দ হয়নি তাঁর। রাগে সেই গাড়ি গত শুক্রবার তিনি ফেলে দেন নদীতে। সেই ঘটনার ভিডিয়োও করেন। সেই ভিডিয়োই এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পরই ভাইরাল হয়েছে ছবিটি।

সংবাদ সংস্থাকে হরিয়ানা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘উপহার পছন্দ না হওয়ায় বিএমডব্লিউ গাড়িটি নদীতে ফেলে দেন এক যুবক। সেই ঘটনার ভিডিয়ো করেন তিনি।’’ যদিও গাড়িটি মাঝ নদীতে আটকে যায়। তখন আবার ওই যুবক মাঝ নদী থেকে গাড়িটি তুলে আনার চেষ্টা করেন। পরে ডুবুরিদের সাহায্যে তুলে আনা হয় বিএমডব্লিউটি।

Advertisement

আরও পড়ুন: নারী নিরাপত্তার জন্য ‘স্মার্ট’ চুড়ি বানালেন হায়দরাবাদের দুই যুবক

আরও পড়ুন: ১৭৪টি খবরের কাগজ, বেরোচ্ছে গোটা পাঁচেক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement