বিশেষভাবে সক্ষমদের দৌড়। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
কারও একটা পা নেই। দাঁড়িয়ে আছে ক্রাচ নিয়ে। তার পাশে অন্যজনের আবার প্রস্থেটিক লেগ। কারও আবার পা আছে কিন্তু তা অসাড়! এ রকমই ছ’জন বালিকা দাঁড়িয়ে আছে স্টার্ট আপ লাইনে। রেফারি বাঁশি বাজালেই ছুটতে শুরু করবে তারা। বিশেষ ভাবে সক্ষম মেয়েদের এই রেসের ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা নিজের টুইটার হ্যান্ডল থেকে বৃহস্পতিবার শেয়ার করেছেন এই ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৭১ হাজারেরও বেশি ইউজার। সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘অসম্ভব একটা মতামত মাত্র।’’
বিশেষ ভাবে সক্ষমদের প্রতিযোগিতা জেতার চেষ্টা মুগ্ধ করেছে নেটিজেনদের। তা দেখে নেটিজেনরাও বলছেন, অসম্ভব বলে সত্যিই কিছু হয় না। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: জামিয়ার বাইরে সিএএ-বিরোধী মিছিলে গুলি, দর্শক দিল্লি পুলিশ
আরও পড়ুন: মিছিল শুরুর আগে হেফাজতে কানহাইয়া