Bengaluru

লকডাউন ভেঙে রাস্তায় বেরনো বাইক আরোহীকে পুলিশ কী করল দেখুন

‘‘করোনা তোমার জন্য অপেক্ষা করছে, বাড়ি থেকে বার হবেন না।’’

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২০ ১৪:১৬
Share:

লকডাউন অমান্যকারীদের করোনা হেলমেট পরাচ্ছে পুলিশ। ছবি-এএফপি।

দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই সময় লোকজন যাতে রাস্তায় ভি়ড় না জমায় সে জন্য সদা সতর্ক পুলিশ। কিন্তু তবুও কিছু মানুষ বেরিয়ে পড়ছেন রাস্তায়। সেই সব মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ রাস্তায় যা করছে সেই ঘটনার ভিডিয়ো নিজেদের টুইটার হ্যান্ডল থেকে মঙ্গলবার পোস্ট করেছেন তাঁরা।

Advertisement

২১ সেকেন্ডের সেই ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে, ‘‘করোনা তোমার জন্য অপেক্ষা করছে, বাড়ি থেকে বার হবেন না।’’ পোস্ট করার পর সেই ভিডিয়ো দেখেছেন প্রায় ১৫ হাজার ইউজার।

সেখানে দেখা যাচ্ছে, হেলমেট না পরে বাইরে বেরনো এক বাইক আরোহীকে ধরেছেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তাঁদের মাথায় রয়েছে করোনাভাইরাসের মতো দেখতে হেলমেট। এক পুলিশ কর্মী চেপে বসেছেন তাঁর বাইকে। অন্যজন তাঁকে করোনা হেলমেট পরানোর চেষ্টা করছেন। আরোহী ভয় পাচ্ছেন সেই হেলমেট দেখে। এ সময়ই সেখানে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা শাঁখ, কাঁসর বাজাচ্ছেন। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: ফুল ছুড়ে সাফাই কর্মীদের প্রতি কৃতজ্ঞতা পটিয়ালার বাসিন্দাদের

আরও পড়ুন: এক রাতে আক্রান্ত বাড়ল ২৪০, দেশে আক্রান্ত ১৬৩৭, মৃত ৩৮

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement