মোবাইলে ভিডিয়ো কল করছেন মূক ব্যক্তি! দেখুন ভিডিয়ো

সেই ভিডিয়ো শেয়ার করে তিনি দেখাতে চেয়েছেন মোবাইলের ব্যবহার বিশেষ ভাবে সক্ষমদের যোগাযোগে কতটা সুবিধা করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ১৮:০৬
Share:

মোবাইলে ভিডিয়ো কল করছেন মূক ব্যক্তি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা হয় প্রায়শই। অতিরিক্ত মোবাইলের ব্যবহার আমাদের জীবনকে কী ভাবে এবং কতটা ক্ষতি করছে, তা নিয়েও কথা হয় বিস্তর। কিন্তু সেই ধারণার সঙ্গে পুরোপুরি এক মত নন ভারতীয় শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। শুক্রবার নিজের টুইটার হ্যান্ডল থেকে তিনি শেয়ার করেছেন একটি ভিডিয়ো। সেই ভিডিয়ো শেয়ার করে তিনি দেখাতে চেয়েছেন মোবাইলের ব্যবহার বিশেষ ভাবে সক্ষমদের যোগাযোগে কতটা সুবিধা করেছে।

Advertisement

সেই ভিডিয়ো আপলোড করে মাহিন্দ্রা লিখেছেন, ‘মোবাইল ব্যবহারে সমালোচনা আমরা প্রায়শই করে থাকি। কিন্তু এই প্রযুক্তির জন্যই যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে।’

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মিষ্টির দোকানের সামনে বসে আছেন এক মূক ব্যক্তি। তার হাতে মোবাইল। সেই মোবাইলে ভিডিয়ো কল করছেন কাউকে। ভিডিয়ো কলে ইশারার মাধ্যমে ব্যক্ত করছেন নিজের মনের কথা। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement