ঘরে ঢুকে পড়েছে চিতাবাঘ। ছবি: টুইটার থেকে নেওয়া।
এ যেন সাক্ষাৎ মৃত্যুর সামনে হাজির। ঘরের ভিতর ঢুকে পড়া একটি চিতাবাঘের হাত থেকে বরাত জোরে রক্ষা পেলেন পাঁচ জন।
মহারাষ্ট্রের এক গৃহস্থবাড়িতে ঢুকে পড়েছিল চিতাবাঘটি। খবর যায় বন দফতর ও পশু বিভাগে। বহু কষ্টে সেটিকে খাঁচাবন্দি করেন তাঁরা। মহারাষ্ট্রের আহমেদনগর জেলার পারনেরের বাসিন্দা বছর পঁয়তাল্লিশের দিলীপ জগতাপ। গত শনিবার তিনি বাড়ির বারান্দায় বসে ছিলেন। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ দেখেন, বাড়ির পোষা কুকুরটি হঠাৎ তির বেগে ছুটে ঘরে যাচ্ছে। আর তার পিছনে পিছনেই ছুটে আসে মূর্তিমান চিতাবাঘ। সেটিও ঘরে ঢুকে যায়।
দিলীপ জানিয়েছেন, প্রথমে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু তাঁর মাথায় আসে, বাড়ির ভিতর আরও পাঁচ জন রয়েছেন। তাঁদের বাঁচাতে হবে। সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে ভিতরে যান। স্ত্রী, দুই মেয়ে ও দুই আত্মীয়কে দ্রুত উদ্ধার করে নিয়ে আসেন।
আরও পড়ুন: টেসলার সঙ্গে দড়ি টানাটানিতে হার, এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল ফোর্ডও
কুকুরটি চিতাবাঘের তাড়া খেয়ে ঘরে ঢুকে পড়ার পর পিছনের একটি দরজা দিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু চিতাবাঘটি আটকে পড়ে একটি ঘরে। সঙ্গে সঙ্গে দিলীপ ঘরটি তালাবন্ধ করে দেন।
আরও পড়ুন: অটোচালককে লাথি মেরে বিতর্কে জড়ালেন সেই ট্র্যাফিক পুলিশ রঞ্জিত সিংহ
এরপর দিলীপ বন দফতরে খবর দেন। বন দফতর ও পশু বিভাগের কর্মীরা রাত্রি আটটা নাগাদ দিলীপের বাড়িতে পৌঁছন। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাত্রি সাড়ে ১১টা নাগাদ চিতাবাঘটিকে খাঁচা বন্দি করে নিয়ে যান তাঁরা। পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
দেখুন সেই ভিডিয়ো: