প্রতীকী চিত্র।
বাড়ির কোথাও কোনও সময় রাখা বা লুকিয়ে রাখা টাকা খুঁজে পাওয়া গেলে আনন্দের শেষ থাকে না। নিজেকে যেন হঠাত্ ভাগ্যবান মনে হতে থাকে। কিন্তু ভাবুন যদি সেই লুকানো অর্থের পরিমাণ যদি কয়েক লক্ষ টাকা হয়? উত্তরপ্রদেশে এমনই এক ঘটনা সামনে এল। হারদইও-তে এক ব্যক্তি বাড়ির মাটি খুঁড়েই কয়েক লক্ষ টাকার গুপ্তধন পেলেন। কিন্তু গুপ্তধন পেলেও তাঁর ভাগ্য ফিরল না।
উত্তরপ্রদেশের হার্দিও-র এক ব্যক্তি তাঁর বাড়িতেই মাটি খুঁড়ে পান বেশ কিছু সোনা ও রুপোর গয়না। আনন্দে তাঁর আত্মহারা অবস্থা। মুখে মুখে সেই খবর ছড়িয়ে পড়তে থাকে। খবর পৌঁছে যায় স্থানীয় স্থানায়। আইন আছে মাটির তলা থেকে যদি কোনও গহনা বা মূল্যবান সামগ্রী উদ্ধার হয় তাকে গুপ্তধন হিসেবেই ধরা হবে। আর গুপ্তধন উদ্ধার হলে জেলা প্রশাসনকে তা জানাতে হবে। কারণ এই সামগ্রীগুলির পুরাতাত্ত্বিক গুরুত্ব থাকতে পারে। কিন্তু এক্ষেত্রে এই ব্যক্তি গুপ্তধনের কথা প্রথমে পুলিশের কাছে স্বীকারই করেননি। পরে চাপে পড়ে জানান তিনি সোনা ও রুপোর কিছু গহনা পেয়েছেন। যেগুলির বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।
হারদইয়ের জেলাশাসক অলোক প্রিয়দর্শী জানিয়েছেন, ওই ব্যক্তির কাছ থেকে ৬৫০ গ্রাম সোনা ও প্রায় সাড়ে চার কেজির রুপোর গহনা উদ্ধার হয়েছে। গহনাগুলি প্রায় ১০০ বছরের পুরনো।
আরও পড়ুন : জরিমানা থেকে বাঁচতে বাইকে আগুনই দিয়ে দিলেন এক ব্যক্তি!
আরও পড়ুন : বীভত্স! বিহারে জীবন্ত কবর দেওয়া হল আহত নীলগাইকে