Viral

Viral: স্ত্রী করোনা আক্রান্ত, ঘাস কাটতে যাওয়ায় কৃষককে ২ হাজার টাকা জরিমানা কেরলে

ভি নারায়ণের স্ত্রী শৈলজা ন’দিন আগে করোনা আক্রান্ত হন। তাঁর কোনও উপসর্গ না থাকলেও আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে।

Advertisement

সংবাদ সংস্থা

কোচি শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ১৪:৪০
Share:

কৃষক ভি নারায়ণ ছবি: টুইটার থেকে।

স্ত্রী কয়েক দিন আগে করোনা আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় গরুর খাবারের জন্য ঘাস কাটতে যাওয়ায় এক কৃষককে দু’হাজার টাকা জরিমানা করল পুলিশ।

Advertisement

ঘটনাটি ঘটেছে কেরলের কাসারাগোডে। কোদুম-বেল্লুর পঞ্চায়েতের বাসিন্দা ৪৬ বছরের ভি নারায়ণের স্ত্রী ৪৩ বছরের শৈলজা ন’দিন আগে করোনা আক্রান্ত হন। তাঁর কোনও উপসর্গ না থাকলেও আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে। নারায়ণ তাঁর দুই ছেলেকে নিয়ে বাড়িতেই রয়েছেন। গৃহপালিত পোষ্যদের জন্য ঘাস কাটতে গিয়েছিলেন নারায়ণ। তখনই তাঁকে জরিমানা করা হয়। নারায়ণ বলেন, ‘‘আমি মাস্ক পরে ছিলাম। আশপাশে কেউ ছিল না। আমি জানতাম না ঘাস কাটলে করোনা ছড়ায়। আমি জানতাম ভিড়ের মধ্যে গেলে সংক্রমণ ছড়াতে পারে। কিন্তু জোর করে আমার কাছ থেকে টাকা নিল পুলিশ।’’

Advertisement

মাটির বাড়িতে বাস করেন নারায়ণ। তাঁর আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ছেলেদের অনলাইন ক্লাসের জন্য মোবাইলও কিনতে পারেননি তিনি। সম্প্রতি সাত হাজার টাকা ধার করে বাড়ির ছাদ সারিয়েছেন তিনি। ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকা লোন নিয়ে একটি গরু কিনেছিলেন। কিন্তু তার খাবারের জন্য ঘাস কাটতে গিয়ে দু’হাজার টাকা জরিমানা দিতে হল নারায়ণকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement