ছবি: সংগৃহীত।
মেট্রোর কামরায় এক ‘যাত্রী’র দিকেই চোখ আটকে ছিল প্রায় সকলের। কামরায় ঘুরেফিরে শেষমেশ এক যাত্রীর পাশের আসনে গিয়ে বসল সে। খানিকক্ষণ পর মেট্রোর জানলা থেকে বাইরের দৃশ্য দেখতে শুরু করল ওই ‘যাত্রী’টি। দিল্লি মেট্রোর কামরায় ওই ‘যাত্রী’র সফরের ভিডিয়োই আপাতত নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। হবে না-ই বা কেন? মেট্রোতে সচরাচর তো এমন ‘যাত্রী’র দেখা পাওয়া যায় না। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, দিল্লি কামরায় অনায়াসে ঘুরে বেড়াচ্ছে ওই ‘যাত্রী’টি থুড়ি একটি বাঁদর!
শনিবার এক নেটাগরিক দিল্লি মেট্রোয় বাঁদর-সফরের ভিডিয়ো টুইট করেছেন। ঘটনাটা কবে ঘটেছে বা কোন মেট্রো স্টেশনের, তা জানা না গেলেও ভিডিয়োয় এক জনকে বলতে শোনা গিয়েছে, ‘‘যমুনা ব্যাঙ্ক মেট্রো স্টেশন।’’
মেট্রোর কামরায় এই ঘটনা নিয়ে নেটাগরিকেরা মজা করলেও প্রশ্নের মুখে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। কী ভাবে সমস্ত নিরাপত্তার ফাঁক গলে ওই বাঁদরটি মেট্রোর কামরায় গিয়ে পৌঁছল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর মেট্রো কর্তৃপক্ষ টুইটারে লিখেছেন, ‘কোন মেট্রোর কামরায় এটা ঘটেছে, তা উল্লেখ করুন। সেই স্টেশনের নামও জানান।’