‘আইআইটি বাবা’ নামে নজর কাড়া অভয় সিংহ। —ফাইল চিত্র।
ঘরের দোর এঁটে ধ্যান শুরু করায় বিয়ের কথা পাড়া হয়েছিল। তাতে পুরোই বিবাগি হয়ে গিয়েছেন ছেলে। এগারো মাস ঘরছাড়া। কথা বলতে পীড়াপীড়ি করায় বাবা-মা ও বোনের ফোন নম্বর ‘ব্লক’ করেছেন, সেটাও ছ’মাস হয়ে গেল। সমাজমাধ্যমের হইচই থেকে জানতে পেরে তাঁর খোঁজে হরিয়ানার ঝজ্জরের শাসরাউলি গ্রাম থেকে ছুটে প্রয়াগরাজের কুম্ভ মেলায় এসেছিলেন বাবা-মা। কিন্তু তত ক্ষণে ফের উধাও ‘আইআইটি বাবা’ নামে নজর কাড়া অভয় সিংহ।
কুম্ভ ছাড়ার আগে আইআইটি বাবা অবশ্য সাক্ষাৎকারে জানিয়ে গিয়েছেন, আরও নানা কিছুর সঙ্গে প্রেমও করেছিলেন তিনি একটা সময়ে। চার বছর ধরে। কিন্তু পরিবারে সারাক্ষণের খিটিমিটি শুনতে শুনতে অনেক আগেই ঠিক করে নিয়েছিলেন, বিয়েটা কখনওই করবেন না।
আখড়ার সাধুরা বলছেন, সাংবাদিকদের প্রশ্ন আর ইন্টারনেটের ডামাডোলে অতিষ্ঠ হয়ে একটু শান্তি খুঁজতে বেরিয়ে পড়েছেন ‘আইআইটি বাবা’। কোথায়? জানা নেই।