গুগল ডুডলে অমৃতা প্রীতম।
পঞ্জাবি কবি, সাহিত্যিক অমৃতা প্রীতমের জন্ম শতবর্ষ উদ্যাপন করছে গুগল। শনিবার গুগল একটি ডুডল বানিয়েছে অমৃতা প্রীতমকে শ্রদ্ধা জানাতে। সেখানে দেখা যাচ্ছে, একটি খোলা জায়গায় বসে ডায়েরিতে কিছু লিখছেন এক নারী, সামনে কিছু গোলাপ রাখা আছে। এটি তাঁর আত্মজীবনী কালা গুলাব (কালো গোলাপ)-কে ইঙ্গিত করছে।
১৯১৯-এর ৩১ অগস্ট পঞ্জাবের গুজরানওয়ালায় (বর্তমানে পাকিস্তানে) জন্মেছিলেন অমৃতা প্রীতম। দেশভাগের সময়ে তাঁর পরিবার ভারতে চলে আসে। ১৯৮৫ সালে তিনি রাজ্যসভার সদস্য মনোনীত হন। তার আগে ১৯৮১ সালে জ্ঞানপীঠ পেয়েছিলেন। ২০০৫ সালে তাঁকে পদ্মবিভূষণ দেওয়া হয়। ৮৬ বছর বয়সে ২০০৫ সালের ৩১ অক্টোবর তাঁর মৃত্যু হয়।
পঞ্জাবি, হিন্দি ও উর্দুতে অমৃতা প্রীতম লিখেছেন প্রচুর লেখা কবিতা, উপন্যাস ও গল্প। সে সব পাঠক-আদৃতও হয়েছে। ভারতীয় সাহিত্যিকদের মধ্যে অমৃতা প্রীতম এক উজ্জ্বল নক্ষত্র। ভারত-পাকিস্তান, দু’পারের পঞ্জাবেই তিনি আজও সমান জনপ্রিয়।
আরও পড়ুন : চিনে দুই মহিলা প্রতিযোগীর লিঙ্গ পরিচয় নিয়ে উঠল প্রশ্ন
আরও পড়ুন : স্কুল পড়ুয়াদের রাস্তায় জিমন্যাস্টিকে মুগ্ধ নাদিয়া, কিরেণ রিজিজু
আত্মজীবনী কালা গুলাবে নিজের বিয়ে, সংসার, প্রেম সম্পর্কে লিখেছেন অমৃতা প্রীতম। দেশ ভাগের যন্ত্রণা তাঁর কলম থেকে জন্ম দিয়েছে ‘পিঞ্জর’। যে উপন্যাস অবলম্বনে পরে হিন্দি সিনেমা তৈরি হয়।