সামলানো দায়, তাই শত খণ্ড ময়াল সাপ

বন দফতরে খবর এসেছিল, পুণের মুলশীর অ্যাম্বি ভ্যালি সিটিতে ময়াল সাপ মারা হয়েছে। শুনেই সেখানে ছুটে যান বনকর্মী নীলেশ গার্ডে। তবে এলাকায় পৌঁছেই টের পান বিষয়টি এতটাও সহজ নয়।

Advertisement

সংবাদ সংস্থা

পুণে শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ০৩:৫০
Share:

বন দফতরে খবর এসেছিল, পুণের মুলশীর অ্যাম্বি ভ্যালি সিটিতে ময়াল সাপ মারা হয়েছে। শুনেই সেখানে ছুটে যান বনকর্মী নীলেশ গার্ডে। তবে এলাকায় পৌঁছেই টের পান বিষয়টি এতটাও সহজ নয়।

Advertisement

গত শনিবারের ঘটনা। এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ঘুরে ময়ালের খোঁজ করেন নীলেশ। এমন সময়েই লোকালয়ের এক জন তাঁকে ভিডিওটি দেখান। তাতে ময়াল-রহস্য মিটলেও, তার পরিণতি দেখে রীতিমতো শিউরে উঠেছেন তিনি। নীলেশ জানান, ভিডিওতে দেখা গিয়েছে, ময়ালটিকে ধরার চেষ্টা করছেন কয়েক জন। তার মধ্যেই পর পর দু’টি গুলির আওয়াজ। ছটফট করে নিথর হয়ে যায় সেটি। এর পর জনা কয়েক বাসিন্দা কুড়ুল দিয়ে মুহূর্তে সেটিকে টুকরো টুকরো করে লোকালয়েরই একটি ভলিবল মাঠের পাশে মাটি চাপা দিয়ে দেয়। ওই ভিডিও হাতে আসার পরেই বন দফতরের কাছে তা পাঠিয়ে দেন নীলেশ। মাটি খুঁড়ে বের করা হয় দেহাংশ। নীলেশ বলেন, ‘‘সম্ভবত ২৮ মার্চের ঘটনা। পচন ধরে যাওয়া দেহাংশগুলিকে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।’’ বন দফতর সূত্রের খবর, ইতিমধ্যেই ওই লোকালয়ের পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অবিলম্বে তাঁদের গ্রেফতার করা হবে। যে কুড়ুল দিয়ে ময়ালটিকে টুকরো করা হয়েছে, তা-ও বাজেয়াপ্ত হয়েছে।

তবে যে নৃশংসতার সঙ্গে ময়াল সাপটিকে খণ্ড-খণ্ড করা হয়েছে, তা ভুলতে পারছেন না নীলেশ। তিনি বলেন, ‘‘খোঁজ নিয়ে জেনেছি, ময়ালটি ধরতে দমকলকে ডাকা হয়েছিল। মরার পরেও অতিকায় সাপটিকে কেউ সামলাতে পারছিলেন না। তাই দেহটি ওই ভাবে টুকরো-টুকরো করা হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement