Viral Video

একরত্তি মেয়ের কিক, পাঞ্চে লুটিয়ে পড়ছেন বাবা! ভিডিয়ো শেয়ার করলেন বিজেপি সাংসদ

বাচ্চা মেয়েটি বাবার হাতে একের পর এক ঘুঁসি মেরে যাচ্ছে নিখুঁত কায়দায়। আবার পাল্টা হাত চালাচ্ছেন তার বাবাও। সম্ভাব্য সেই আঘাত দ্রুত ঝুঁকে এড়িয়ে যাচ্ছে শিশুটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩৪
Share:

বাবা-মেয়ের লড়াই। ছবি: টুইটার থেকে নেওয়া।

একরত্তি মেয়ে, বয়স ব়ড় জোর বছর চারেক হবে। তার ঘুসি খেয়ে রীতিমতো কান লাল হয়ে ওঠার যোগাড় তার বাবার। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়ো শেয়ার করেছেন, বিজেপি সাংসদ রাজীব চন্দ্রশেখর। তবে তার আগেও এই ভিডিয়োটি একাধিক টুইটার হ্যান্ডলে শেয়ার হয়েছে।

Advertisement

১১ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, সামনে হাঁটু গেড়ে বসে রয়েছেন তার বাবা। নিজের দুই হাতের তালু দিয়ে মুখ আড়াল করার ভঙ্গিতে বসে রয়েছেন এক ওই ব্যক্তি। চলছে মার্শাল আর্ট প্র্যাকটিস। বাবা মেয়েকে কিক, পাঞ্চের পাঠ দিচ্ছেন। মেয়ে হাতে গ্লাভস পরে একের পর এক ঘুঁসি, লাথি মেরে যাচ্ছে বাবাকে।

বাচ্চা মেয়েটি বাবার হাতে একের পর এক ঘুঁসি মেরে যাচ্ছে নিখুঁত কায়দায়। আবার পাল্টা হাত চালাচ্ছেন তার বাবাও। সম্ভাব্য সেই আঘাত দ্রুত ঝুঁকে এড়িয়ে যাচ্ছে শিশুটি। পরক্ষণেই আবার উঠে দাঁড়িয়ে একই এনার্জি নিয়ে ঘুসি চালাতে শুরু করছে,সেই সঙ্গে একের পর এক কিক।

Advertisement

আরও পড়ুন: পরপুরুষদের সঙ্গে ‘সম্পর্ক’ আটকাতে স্ত্রীর গোপনাঙ্গ শক্তিশালী আঠা দিয়ে আটকানোর অভিযোগ!

দেখতে একরত্তি হলে কী হবে, মেয়েটির ঘুসি, লাথিতে যে বেশ জোর রয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তার বাবা প্রথমে দ্রুত আসা কয়েকটি ঘুসি হজম করে নিলেও পরেরগুলি আর সামলাতে পারেননি। ঘুসি থেকে বাঁচতে শুয়ে পড়েন।কিন্তু ঘুসি এড়াতে চাইলে কী হবে মেয়েটি সেই অবস্থাতেই বাবার উপর ‘আক্রমণ’চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: বাঘের সঙ্গে ‘ছেলেখেলা’, চাকরি গেল দুই বনকর্মীর!

মেয়ের হাত থেকে বাবাকে উদ্ধার করতে এবার ছুটে আসেন এক মহিলা। সম্ভবত তিনি বাচ্চাটির মা। তাকে সরিয়ে আনার চেষ্টা করেন ওই মহিলা। কিন্তু সেটাও এত সহজ ছিল না। মেয়ে কিছুতেই তার ‘লক্ষ্য’ থেকে সরতে রাজি নয়। কোনও রকমে মেয়েকে টেনে সরিয়ে আনার পর আবার নতুন করে শুরু হয় মহড়া। ফের ঘুসি মারতে শুরু করে বাচ্চাটি।

আরও পড়ুন: একই দিনে দুই শহরে দু’জন বেঁচে গেলেন বরাত জোরে, ধরা পড়ল নজরদারি ক্যামেরায়

ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছে মেয়েটির ট্রেনিং বেশ ভালই হয়েছে। ভিডিয়োটি এদিন সাংসদ রাজীব চন্দ্রশেখর ছাড়াও আরও কয়েকজন নেটাগরিক পোস্ট করেছেন। তার মধ্যে আইরা খান নামে এক মহিলা ভিডিয়োটি পোস্ট করে দাবি করেছেন, এটি তাঁর এক বন্ধুর মেয়ের ভিডিয়ো। এই মহিলা টুইটার হ্যান্ডলে নিজেকে কাশ্মীরি বলে জানিয়েছেন।আরও এক ব্যক্তি ব্যক্তি ভিডিয়োটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘সব বাবার এমন একটা মেয়ে পাওয়া দরকার’।

দেখুন সেই পোস্টগুলি

দেখুন সেই পোস্টগুলি😂😂 🙏🏻💪🏻 🇮🇳 (_)

দেখুন সেই পোস্টগুলি 🇮🇳 (_)

'

🥊

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement