Viral video

Viral: সাজ আগলে ফুচকার স্বাদ! নববধূর ভিডিয়োয় মাতলেন নেটাগরিকরা

ঘটনাচক্রে ওই নববধূও এক জন বাঙালি। দিল্লির বাসিন্দা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ০০:১৩
Share:

এই ভিডিয়োই ভাইরাল নেটদুনিয়ায়। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

ফুচকার লোভ সামলানো বড়ই কঠিন। এটি ভালবাসেন না এমন লোক হয়তো কমই মিলবে। বিশেষ করে পশ্চিমবঙ্গে। বাঙালির কাছে ফুচকার একটা আদালাই কদর।

Advertisement

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে এক নববধূ ফুচকা খাচ্ছেন। বিয়ের সাজপোশাকেই তিনি টপ করে মুখে ফুচকা পুরে নিলেন। তবে ফুচকা খেতে গিয়ে তাঁকে একটু বেগ পোহাতে হয়েছে বই কি। তাতে কী, ফুচকা খাওয়া কোনও ভাবেই মিস করলে চলে না যে

ঘটনাচক্রে ওই নববধূও এক জন বাঙালি। দিল্লির বাসিন্দা। সাজও নষ্ট হবে না, আবার ফুচকাও খাওয়া হবে। তাই তাঁকে দেখা গেল নাকের নথটা বাঁ হাতে তুলে ধরে টপ করে ফুচকাটা মুখে পুরে দিলেন। আর ফুচকা খেতে তাঁকে সাহায্য করলেন তাঁরই কোনও আত্মীয় বা বন্ধু।

Advertisement

এই ভিডিয়ে দেখে নেটাগরিকরাও বলছেন, ‘ফুচকাকে কখনওই না বলা যাবে না।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement