ছবি: নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
পিছিয়ে পড়া দরিদ্র স্কুল ছাত্র-ছাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি কথোপকথনের ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকেই।
সম্প্রতি একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে বৃন্দাবনে দরিদ্র ও পিছিয়ে পড়া স্কুল ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিল পরিষেবার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু সেখানে পৌঁছাতে খানিকটা দেরি হয়ে যায় তাঁর। প্রধানমন্ত্রীর অপেক্ষায় থেকে খাবার খেতে দেরিও হয়ে যাচ্ছিল ওই ছাত্র-ছাত্রীদের। কিন্তু প্রধানমন্ত্রী এসে অভিনব উপায়ে ক্ষমা চেয়ে নেন ওই ছাত্র-ছাত্রীদের কাছে।
প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে পৌঁছেই ওই ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “১২টার সময় খাবার পাওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর দেরি করে আসবার কারণে তোমাদের খাবার খেতেও দেরি হয়ে গেল, তাই না?” তাঁর কথায় তখন ইতিউতি হাসির খিলখিল ছাত্র-ছাত্রীদের মধ্যে। তাদের মধ্যেই একটি মেয়ে তার পর প্রধানমন্ত্রীর কথার উত্তরে বলে উঠল, “আমরা সকালে খেয়ে এসেছিলাম।” এবার হেসে উঠলেন প্রধানমন্ত্রীও। এর পর এই ভিডিয়োটি পোস্ট করে প্রধানমন্ত্রীর তরফে লেখা হয় যে, ‘প্রধানমন্ত্রীর পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল। কিন্তু ওরা খুব বেশি রাগ করেনি।’
Had a good conversation with the children. They didn’t mind the late lunch :) #AkshayPatra
A post shared by Narendra Modi (@narendramodi) on
এখনও অবধি প্রায় ২৪ লক্ষ বার দেখা হয়ে গিয়েছে ভিডিয়োটি। সপ্রতিভ উত্তর দেওয়ায় ওই ছাত্র-ছাত্রীদের প্রশংসাও শোনা গিয়েছে একাধিক কমেন্টে।
আরও পড়ুন: ভারতের দ্রুততম ট্রেনে চড়ার খরচা জানেন?
আরও পড়ুন: ‘বিজেপি কি ভয় পেয়েছে?’ লখনউ বিমানবন্দরে বাধা পেয়ে প্রশ্ন অখিলেশের