কাতারের উদ্দেশে রওনা দিলেন জগদীপ ধনখড়। — ফাইল ছবি।
রবিবার সকালে কাতারের উদ্দেশে রওনা দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী। সেখানে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করছেন ধনখড়। পাশাপাশি সে দেশে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন উপরাষ্ট্রপতি।
কাতারের রাষ্ট্রপ্রধান তথা আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে দু’দিনের সফরে ধনখড় কাতারে যাচ্ছেন, জানিয়েছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। ২১ নভেম্বর ফিরে আসবেন দেশে। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, কাতারে আট লক্ষ ৪০ হাজার ভারতীয়ের বাস। তাঁদের সঙ্গেও কথা বলবেন ধনখড়।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, কাতারের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভারতের। বাণিজ্য, শক্তি, নিরাপত্তা, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং অন্য বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করে চলেছে। গত অর্থবর্ষে দুই দেশের মধ্যে ১,৫০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২ হাজার ২২৮ কোটি টাকা। ভারতে শক্তি উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কাতার। কাতারের খাদ্যসুরক্ষা নিশ্চিত করতে এগিয়ে এসেছে ভারতও। সেই কাতার ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছে। সেখানেই ভারতের প্রতিনিধিত্ব করবেন উপরাষ্ট্রপতি ধনখড়।