রাম মন্দির আন্দোলনের দিশা ঠিক করতে দিল্লিতে বৈঠকে বসবে পরিষদ।—ফাইল চিত্র।
লোকসভা ভোটের আগে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবি আদায়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াবে বিশ্ব হিন্দু পরিষদ। রাম মন্দির আন্দোলনের দিশা ঠিক করতে আগামী ৫ অক্টোবর দিল্লিতে বৈঠকে বসবে পরিষদের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি ‘উচ্চাধিকার সমিতি’।
মূলত কয়েক জন সাধু-সন্ত ‘উচ্চাধিকার সমিতি’র সদস্য। তাঁরা যে সিদ্ধান্ত নেবেন, তা-ই সারা দেশে কার্যকর করবে বিশ্ব হিন্দু পরিষদ। ওই বৈঠকের পরের দিন ৬ অক্টোবর কলকাতায় জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবন অডিটোরিয়ামে সাংগঠনিক সভায় বক্তৃতা করবেন পরিষদের সর্বভারতীয় সভাপতি বিষ্ণু সদাশিব কোকজে।
বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্রের সংগঠন সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ বলেন, ‘‘আমাদের পশ্চিমবঙ্গের কর্মীদের রাম মন্দির আন্দোলনের কর্মসূচি ঠিক হবে ওই বৈঠকে।’’