উত্তর-পূর্বের জন্য গুচ্ছ রেল প্রকল্প ঘোষণা

এ বারের বাজেটে অসমের রেল নিয়ে তেমন পৃথক উল্লেখ না থাকায় সমালোচনা চলছিল। শেষ পর্যন্ত সব চিন্তা ঘুচিয়ে অসম তথা উত্তর-পূর্বের জন্য এক গুচ্ছ নতুন প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী তথা অসমের সাংসদ রাজেন গোঁহাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:১৯
Share:

রেল প্রতিমন্ত্রী রাজেন গোঁহাই

এ বারের বাজেটে অসমের রেল নিয়ে তেমন পৃথক উল্লেখ না থাকায় সমালোচনা চলছিল। শেষ পর্যন্ত সব চিন্তা ঘুচিয়ে অসম তথা উত্তর-পূর্বের জন্য এক গুচ্ছ নতুন প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী তথা অসমের সাংসদ রাজেন গোঁহাই। তিনি জানালেন, উত্তর-পূর্ব রেলের জন্য এ বছরের বাজেটে ৯৪২২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। গত বছরের বরাদ্দের চেয়ে এ বার ২৪ শতাংশ বেশি।

Advertisement

মালিগাঁওয়ে উত্তর-পূর্ব রেলের সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে গোঁহাই জানান, দেশের ২৩টি স্টেশনের সঙ্গে সঙ্গে কামাখ্যা স্টেশনকেও বিশ্বমানের স্টেশন হিসেবে উন্নীত করা হবে। কামাখ্যা থেকে নিউ গুয়াহাটি পর্যন্ত উড়ালপুলের উপর দিয়ে পাতা হবে চার লেনের রেলপথ। তার দু’টি লাইন মালবাহী ও দু’টি লাইন যাত্রিবাহী ট্রেনের জন্য নির্দিষ্ট থাকবে। খরচ হবে ৩০৬২ কোটি টাকা। সরাইঘাটে নতুন রেল সেতু তৈরির কথাও ঘোষণা করেন মন্ত্রী। খরচ ধরা হয়েছে ৮৮৮ কোটি টাকা। তিনি জানান, শিলঘাটে ২৫ কোটি টাকা ব্যয়ে একটি ‘পিট লাইন’-ও পাতা হবে।

উত্তর-পূ্র্ব রেলের মেন লাইনে (লামডিং ও রঙিয়া-মুরকংসেলেন লাইন বাদে) বৈদ্যুতিকরণের কাজ করা হবে। ১১০২ কিলোমিটার রেল পথ বৈদ্যুতিকরণের জন্য তলচি বছরে ১৪৩২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাড়ানো হবে ডাবল লাইনের সংখ্যাও। পাশাপাশি, নিউ গুয়াহাটিতে নতুন ও আধুনিক রেল টার্মিনাল গড়া হবে। নিউ বঙাইগাঁওতে তৈরি হবে কোচ মেরামতির কারখানা। বরাক উপত্যাকা, মণিপুর ও ত্রিপুরায় সম্প্রসারিত হবে ব্রডগেজ রেলপথ। রাজেনবাবু জানান, তিনসুকিয়া থেকে পাসিঘাট, দেওমালি, লেখাপানি, জয়রামপুর, খরসাং, তেজু, রোয়িং ও ডাম্বুক পর্যন্ত অরুণাচলের সীমান্ত এলাকাগুলিতে ৩০০ কিলোমিটার রেলপথ তৈরির জন্য সমীক্ষা চলছে। ত্রিপুরা-অসম-অরুণাচল মিলিয়ে মোট ১২টি রেল সম্প্রসারণ প্রকল্পের সমীক্ষা চলছে।

Advertisement

এ ছাড়া শিবসাগর থেকে যোরহাটে নতুন ৬২ কিলোমিটার লাইন, খুমটাই থেকে সালোনা পর্যন্ত ৯৯ কিলোমিটার লাইন, শিলঘাট থেকে তেজপুর পর্যন্ত ২৫ কিলোমিটার নতুন লাইন পাতার কাজও শুরু হবে। কলিয়াভোমরায় ব্রহ্মপুত্রের উপরে রেলসেতু তৈরি হচ্ছে। উল্লেখ্য যোরহাট থেকে শিবসাগর, নতুন লাইনের দাবি প্রায় এক দশকের পুরনো। এই লাইন পাতা হলে ডিব্রুগড়-গুয়াহাটির বর্তমান রেলপথের পাশাপাশি, তিনসুকিয়া-শিমালুগুড়ি হয়ে বিকল্প রেলপথও মিলবে। রেল সূত্রে খবর, গুয়াহাটি থেকে ডিব্রুগড় পর্যন্ত শতাব্দী এক্সপ্রেস চালু করার জন্য নতুন রেকের অপেক্ষায় উত্তর-পূর্ব রেল।

ভালুকপুং থেকে তাওয়াং, শিলাপথার থেকে উত্তর লখিমপুর হয়ে বামেং, মুরকংসেলেক থেকে পাসিঘাট পর্যন্ত তিনটি রেলপথ বসানোর জন্য সমীক্ষার কাজ শুরু হবে। মাজুলি পর্যন্ত রেল পথেরও সমীক্ষা হবে। মন্ত্রী জানান, রেল নিরাপত্তায় খরচ ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। নিউ বঙাইগাঁওয়ে ১০০টি কর্মী আবাসন গড়া হবে। ডাংতলে হবে ৪০টি আবাসন। মালিগাঁও রেল হাসপাতালের উন্নয়ন করবে রেল। ডিমাপুরে নতুন ফুটব্রিজ তৈরি হবে। কোচবিহারে ১০কোটি ব্যয়ে মাল্টি ডিসিপ্লিনারি প্রশিক্ষণ কেন্দ্র গড়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement