Accident in Odisha

অনুষ্ঠান সেরে ফিরছিল কীর্তনিয়ার দল, ভোরে ট্রাকে ধাক্কা ভ্যানের, মৃত ছয়, আহত পাঁচ

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার ভোরে হেমগিরি থানা এলাকায় ট্রাকটিকে পিছন থেকে গিয়ে সজোরে ধাক্কা মারে ভ্যান গাড়িটি। তাতেই সওয়ার ছিলেন কীর্তনিয়ার দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৪:৩০
Share:

—প্রতীকী ছবি।

ওড়িশায় একটি ভ্যানে চেপে অনুষ্ঠান করে ফিরছিলেন কীর্তনিয়ার দল। পথে সুন্দরগড় জেলায় সেই গাড়ি ধাক্কা দেয় একটি ট্রাকে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয় কীর্তনিয়ার। আহত হয়েছেন পাঁচ জন। শনিবার ভোরবেলা সুন্দরগড় জেলার গাইকানাপালি এলাকায় এই দুর্ঘটনা হয়েছে।

Advertisement

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার ভোরে হেমগিরি থানা এলাকায় ট্রাকটিকে পিছন থেকে গিয়ে সজোরে ধাক্কা মারে ভ্যান গাড়িটি। তাতেই সওয়ার ছিলেন কীর্তনিয়ার দল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের। পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ভোরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল। সে কারণে হয়তো ভ্যানগাড়ির চালক ট্রাকটি দেখতে পাননি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপাবলিতে চকপ্লাই গ্রামে অনুষ্ঠান করতে গিয়েছিল কীর্তনিয়ার দলটি। ওই দলের সদস্যেরা আদতে সুন্দরগড় জেলার কান্দাগোদা এবং সমরপিণ্ডা গ্রামের বাসিন্দা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে পথ অবরোধ করেছেন স্থানীয়েরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement