ভি এস অচ্যুতানন্দন। —ফাইল চিত্র।
কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিএমের বর্ষীয়ান নেতা ভি এস অচ্যুতানন্দন। তিরুঅনন্তপুরমের হাসপাতালে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পারিবারিক সূত্রের খবর, তাঁকে দেখাশোনার দায়িত্বে থাকা নার্স কোভিডে সংক্রমিত হয়েছেন। তার পরেই ভি এস-এর কোভিড পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে। ঝুঁকি নিতে চান না বলে ৯৮ বছরের নেতাকে শুক্রবার হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কেরলে এ দিনই নতুন সংক্রমিতের সংখ্যা ৪১ হাজার ৬৬৮। রাজ্যে করোনার ‘অ্যাক্টিভ’ রোগীর সংখ্যা দু’লক্ষ ছাড়িয়েছে। জেলাগুলিকে সংক্রমণের মাত্রা অনুযায়ী তিন ভাগে ভাগ করে সতকর্তামূলক নির্দেশিকা জারি করা হয়েছে। দক্ষিণী ওই রাজ্যে আগামী ২৩ ও ৩০ জানুয়ারি, দুই রবিবার লকডাউনের মতো বিধিনিষেধ জারি থাকবে।