Uttar pradesh

গাঁজা দিয়ে বানানো ‘মেথি আলু’ খেয়ে হাসপাতালে ভর্তি এক পরিবারে ছয় সদস্য

নওল কিশোর নামের ওই গ্রামের এক বাসিন্দা নীতেশকে মেথি বলে একটি গাঁজার প্যাকেট দিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা 

লখনউ শেষ আপডেট: ০১ জুলাই ২০২০ ১৮:১১
Share:

প্রতীকী ছবি।

গাঁজা দিয়ে বানানো আলুর তরকারি খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ‌এক পরিবারের ছয় সদস্য। অদ্ভুত ঘটনাটি সম্প্রতি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজের মিয়াগঞ্জ গ্রামে। ছ’জনেই এখন স্থানীয় হাসপাতালে ভর্তি।

Advertisement

নওল কিশোর নামের ওই গ্রামের এক বাসিন্দা নীতেশকে মেথি বলে একটি গাঁজার প্যাকেট দিয়েছিলেন। কিশোরের কথায় বিশ্বাস করে নীতেশ সেটি বাড়িতে নিয়ে আসেন। তাঁর বউদির হাতে সেই প্যাকেট তুলে দিয়ে আলু মেথি বানাতে বলেন। মেথি ভেবে নীতেশের আনা সেই গাঁজা দিয়েই তরকারি বানানো হয়। তা খাওয়ার পরই শুরু হয় বিপত্তি।

নীতেশের পরিবারের লোকেরা ঝিমিয়ে পড়েন। কারও মাথা ঘুরতে থাকে। কেউ কেউ সংজ্ঞাও হারান। খবর যায় পুলিশে। তার পর পুলিশ তাঁদের হাসপাতালে ভর্তি করেন। এর পরই ঘটনা সামনে আসে। নীতেশকে গাঁজা বিক্রি করা কিশোরকে আটক করেছে পুলিশ। সে জানিয়েছে নেহাতই মজার জন্য এটা করেছিল।

Advertisement

আরও পড়ুন: কাশ্মীরে গুলিবিদ্ধ দাদুর উপর বসে কেঁদে চলেছে শিশু, উত্তাল নেটদুনিয়া

আরও পড়ুন: ভারতীয় রেলে এ বার ‘সুপার অ্যানাকোন্ডা’! ১৭৭ রেক নিয়ে ছুটল ট্রেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement