ফাইল চিত্র।
বিজেপির নিলম্বিত (সাসপেন্ডেড) জাতীয় মুখপাত্র নূপুর শর্মার শিরচ্ছেদ করার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ।
সংবাদ সংস্থা এএনআইকে বরেলির সিনিয়র পুলিশ সুপার সত্যর্থ অনিরুদ্ধ পঙ্কজ জানিয়েছেন, তথ্যপ্রযুক্তি আইনে নাসির নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ এফআইআর দায়ের করা হয়েছিল। একটি ভিডিয়োতে নূপুরকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, গত ৬ জুলাই নূপুরের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল রাজস্থান পুলিশ।
উল্লেখ্য, নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ প্রদর্শিত হয়েছে। বিজেপি নেত্রীর মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে ইরান, আমেরিকা, কাতার-সহ একাধিক দেশ। দেশের শীর্ষ আদালতেও নিন্দিত হয়েছেন নূপুর। তাঁকে দেশের কাছে ক্ষমা চাইতে বলেছে উচ্চ আদালত। পাশাপাশি দেশের একাধিক থানায় নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।