প্রতীকী ছবি।
প্রশান্ত বসু ওরফে কিসানদার পর এ বার ঝাড়খণ্ড পুলিশের হাতে গ্রেফতার মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা নন্দলাল সোরেন ওরফে পবিত্রদা। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) সংগঠনের ঝাড়খণ্ডে এরিয়া কমিটির এই সদস্য হিতেশ এবং বিজয়দা নামেও পরিচিত ছিলেন।
ঝাড়খণ্ড পুলিশের তরফে শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ঝাড়খণ্ড পুলিশ এবং সিআরপিএফ কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল পীরতন্ড থানা এলাকার কোদাদিহ গ্রামে অভিযান চালিয়ে তাকে পবিত্রদাকে করে। ওই এলাকার তোপচাঁচি লাগোয়া জঙ্গল মাওবাদীদের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত।
৫৫ বছরের পবিত্রদা এর আগে কখনও জেলে যাননি। তবে তাঁর স্ত্রী তথা মাওবাদী নেত্রী চাঁদমুনি মুর্মু এখন জেলবন্দি। তাঁর বিরুদ্ধে দুমকা জেলায় তিনটি ফৌজদারি মামলা রয়েছে। পবিত্রদার ভাগ্নে চমন ওরফে লম্বু, পশ্চিম সিংভূম জেলার সারান্ডা এলাকায় সক্রিয় একজন ‘ওয়ান্টেড’ মাওবাদী নেতা।
১৯৯৩ সালে জুলাই মাসে ঝাড়খণ্ডের দুমকায় বৈঠক সেরে পাকুড়ে ফেরার পথে কাঠিকুণ্ড এলাকার অমরাতলায় মাওবাদী হামলায় নিহত হন পুলিশ সুপার অমরজিৎ বালিহার-সহ আরও ৬ জন পুলিশ কর্মী। ওই ঘটনার মূল অভিযুক্ত ছিলেন বিজয়দা। এ ছাড়া ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় ছ’জন ভোটকর্মী ও পুলিশকর্মীকে খুন এবং আগ্নেয়াস্ত্র লুটের ঘটনার অভিযুক্ত ছিলেন তিনি।