Yogi Adityanath

Uttar Pradesh: ময়লার গাড়িতে মোদী-যোগীর ছবি! চাকরি গেল উত্তরপ্রদেশের সাফাইকর্মীর

সম্প্রতি এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। তার পরেই ওই ঠিকাকর্মীকে কাজ অব্যাহতি দিল মথুরা-বৃন্দাবন নগর নিগম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ১৭:৩৬
Share:

ময়লার গাড়ি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই সাফাইকর্মী।

ময়লার গাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি রাখার ‘অপরাধে’ উত্তরপ্রদেশে চাকরি গেল সাফাইকর্মীর। সম্প্রতি নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় ওই ঠিকাকর্মীকে ময়লার গাড়িতে মোদী-যোগীর ছবি নিয়ে হেঁটে যেতে দেখা গিয়েছে। ওই ভিডিয়ো ঘিরে শোরগোল শুরু হতেই ওই ঠিকাকর্মীকে কাজ থেকে অব্যাহতি দিল মথুরা-বৃন্দাবন নগর নিগম।

Advertisement

প্রকাশ্যে আসা ভিডিয়োতে গিয়েছে, ময়লার গাড়ি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই সাফাইকর্মী। সেই সময় স্থানীয় কিছু লোক তাঁকে দাঁড় করিয়ে ময়লার গাড়ি থেকে মোদী আর যোগীর ছবির বার করে আনেন। ভিডিয়োয় এক স্থানীয়কে বলতে শোনা যায়, ‘‘গাড়িতে তো আব্দুল কালামেরও ছবি আছে।’’ প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি কোত্থেকে পেলেন তিনি? স্থানীয়দের এই প্রশ্নের জবাবে সাফাইকর্মীকে বলতে শোনা যায়, ‘‘আমার কোনও দোষ নেই। আঁস্তাকুড়ে ছবিগুলো পড়েছিল। আমি তুলে নিয়েছি।’’

এই ঘটনার একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে ওই ঠিকাকর্মীকে কাজ থেকে বরখাস্ত করে নগর নিগম কর্তৃপক্ষ। নগর নিগমের অতিরিক্ত কমিশনার সত্যেন্দ্রকুমার তিওয়ারি বলেন, ‘‘আমরা খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করেছি। ওই ঠিকাকর্মীকে ছাঁটাই করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement