প্রতীকী ছবি।
অপহৃত ২২ বছরের মেয়ের খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বাবা। মেয়ের উদ্ধার তো দূর অস্ত, উল্টে পুলিশই তাঁর থেকে ১ লাখ টাকা ঘুষ চেয়ে বসে বলে অভিযোগ। দরিদ্র বাবার পক্ষে তা দেওয়া কোনও মতেই সম্ভব ছিল না। পরিবারের অভিযোগ, শেষমেশ মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
যোগীরাজ্য উত্তরপ্রদেশের মৌ চাঁদপুর গ্রামের এই ঘটনার খবর প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে প্রশাসন। অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ওই পুলিশ অফিসারের নাম রামরতন সিংহ। তিনি রামনগর পুলিশ আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত অফিসার। এমনকী তাঁর বিরুদ্ধে স্থানীয়েরা এও অভিযোগ করেন যে, ঘটনার খবর পেয়ে ওই পুলিশ অফিসার ঘটনাস্থলে পৌঁছে তাঁর বিরুদ্ধে সমস্ত তথ্যপ্রমাণ লোপাট করার জন্য প্রথমেই সুইসাইড নোট খুঁজে তা ছিঁড়ে ফেলেন।
মৃত ওই ব্যক্তির নাম শিশুপাল। গত ৯ এপ্রিল থেকে তাঁর মেয়ে নিখোঁজ। ওই দিনই তিনি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। তিনি পুলিশকে জানিয়েছিলেন, একটি বাইকে বান্টি, মুকেশ এবং দীনেশ নামে তিন যুবক এসে তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এর পর থেকেই অভিযুক্ত পুলিশ অফিসার গোপনে তাঁকে মোটা টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।