Uttar Pradesh

৮ কোটির লেনদেন! দক্ষিণ আফ্রিকার সংস্থার সঙ্গে যোগ, দিনমজুরকে নোটিস পাঠাল আয়কর দফতর

ওই দিনমজুর জানিয়েছেন, তিনি কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেননি। তাঁর দাবি, কয়েক দিন আগে চাকরির খোঁজে দিল্লিতে গিয়ে একটি সংস্থায় তাঁর যাবতীয় ব্যক্তিগত নথি জমা দিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১১:২১
Share:

পেশায় দিনমজুর অঙ্কুর কুমার উত্তরপ্রদেশের বুলন্দশহরের গুলাভাথি এলাকার বড়াল গ্রামের বাসিন্দা। ছবি: সংগৃহীত।

৮ কোটির লেনদেনের অভিযোগে এক শ্রমিককে নোটিস পাঠাল উত্তরপ্রদেশের আয়কর দফতর। ওই দিনমজুরের নাম অঙ্কুর কুমার। তিনি উত্তরপ্রদেশের বুলন্দশহরের গুলাভাথি এলাকার বড়াল গ্রামের বাসিন্দা। আয়কর দফতরের নোটিস পেয়ে তিনি হতবাক হয়ে যান।

Advertisement

আয়কর নোটিসে জানানো হয়েছে, অঙ্কুরের নথি ব্যবহার করে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ৮.৬৪ কোটি টাকার লেনদেন করা হয়েছে। শুধু তাই নয়, শ্রমিকের নথির মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় বেশ কিছু পণ্যও পাঠানো হয়েছে।

যদিও ওই দিনমজুর জানিয়েছেন, তিনি কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেননি। তাঁর দাবি, কয়েক দিন আগে চাকরির খোঁজে তিনি দিল্লিতে গিয়েছিলেন এবং একটি সংস্থায় তাঁর যাবতীয় ব্যক্তিগত নথি জমা দিয়েছিলেন। তিনি সেই চাকরি পাননি। উল্টে সেই নথি ব্যবহার করে এই লেনদেন করা হয়েছিল বলে তাঁর দাবি।

Advertisement

আয়কর দফতরের নোটিস পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই শ্রমিক। বুলন্দশহরের এসএসপি শ্লোক কুমার জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement