Darul Uloom Deoband

মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

গত মে মাসে দারুল উলুম দেওবন্দ ক্যাম্পাসে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ হয়। বলা হয়, মহিলারা সমাজমাধ্যমে আপলোডের জন্য ক্যাম্পাসের ভিতরে নানা রকম ভিডিয়ো তৈরি করছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০৭:১৫
Share:

উত্তরপ্রদেশের ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ প্রাঙ্গণে মহিলাদের প্রবেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল। —প্রতিনিধিত্বমূলক ছবি।

উত্তরপ্রদেশের ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ প্রাঙ্গণে মহিলাদের প্রবেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল। তবে মহিলাদের প্রবেশের ব্যাপারে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। বলা হয়েছে, সূর্যাস্তের পরে কেউ ক্যাম্পাসে থাকতে পারবেন না। মহিলাদের হিজাব পরে পরিবারের কোনও পুরুষ সদস্যের সঙ্গে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। গত পরশু থেকে নয়া বিধি কার্যকর হয়েছে।

Advertisement

গত মে মাসে দারুল উলুম দেওবন্দ ক্যাম্পাসে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ হয়। বলা হয়, মহিলারা সমাজমাধ্যমে আপলোডের জন্য ক্যাম্পাসের ভিতরে নানা রকম ভিডিয়ো তৈরি করছিলেন। এবং তা সমাজমাধ্যমে পোস্ট করা হচ্ছিল। অভিযোগ ওঠে, এতে শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা, শৃঙ্খলা ক্ষুণ্ণ হয়েছে। প্রভাবিত হচ্ছে পড়ুয়াদের পড়াশোনা। এর পরেই ইসলামিক এই শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ হয় মেয়েদের প্রবেশাধিকার। ওই শিক্ষা প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আসরফ উসমানি জানান, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ বেশ কয়েক বার বৈঠকে বসেন। তার পরে পুনরায় মহিলাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

উসমানি জানিয়েছেন, প্রাঙ্গণে প্রবেশের জন্য বেশ কিছু বিধিনিয়ম জারি হয়েছে। জানানো হয়েছে, পুরুষ ও মহিলা সবাইকে শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে পাস নিয়ে ঢুকতে হবে। প্রবেশের অনুমতি দিতে প্রবেশদ্বারে এক জন আধিকারিক থাকবেন। প্রত্যেককে ভোটার, আধার, প্যান কার্ডের মতো কোনও পরিচয়পত্র দেখাতে হবে। শিক্ষাঙ্গনে প্রবেশের আগে জমা রাখতে হবে মোবাইল ফোন। নির্দিষ্ট নথিতে আগত ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখতে হবে। উসমানি জানিয়েছেন, ক্যাম্পাসে প্রবেশের জন্য যে পাস দেওয়া হবে, তা দু’ঘণ্টার জন্য বৈধ থাকবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement