Yogi Adityanath

ধর্মান্তরণ মামলা: জাতীয় নিরাপত্তা আইন যোগীর

ধৃত দু’জনের বিরুদ্ধে আগেই ভারতীয় দণ্ডবিধি ও উত্তরপ্রদেশের ধর্মান্তরণ-রোধ আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ০৭:৫২
Share:

ফাইল চিত্র।

বেআইনি ভাবে ধর্মান্তরণের অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগের সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।

Advertisement

দিল্লির জামিয়া নগর থেকে মুফতি জহাঙ্গির কাসমি ও মহম্মদ উমর গৌতম নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস-দমন শাখা। তাদের অভিযোগ, বিয়ে, চাকরি, টাকার লোভ দেখিয়া ওই দু’জন উত্তরপ্রদেশের প্রতিবন্ধী পড়ুয়া ও গরিব মানুষের একাংশকে ধর্মান্তরিত করত। তাদের সংস্থাকে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই আর্থিক সাহায্য করত বলেও অভিযোগ। অভিযুক্ত উমর ১ হাজার ব্যক্তিকে ধর্মান্তরিত করার কথা স্বীকার করেছে বলেও দাবি পুলিশের। ধৃত দু’জনের বিরুদ্ধে আগেই ভারতীয় দণ্ডবিধি ও উত্তরপ্রদেশের ধর্মান্তরণ-রোধ আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এ দিন কয়েকটি ঘোষণাও করেছে যোগী সরকার। ‘শুটার দাদি’ হিসেবে পরিচিত চান্দ্রো টোমরের নামে নয়ডার নয়া শুটিং রেঞ্জের নামকরণ কর হবে বলে টুইটারে জানিয়েছেন যোগী। ৬০ বছরের বেশি বয়সে বন্দুক ছোড়া শুরু করে জাতীয় স্তরের কয়েকটি প্রতিযোগিতায় পদক জিতেছিলেন চান্দ্রো। তাঁর জীবন নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্রও। যোগীর কথায়, ‘‘শুটিং রেঞ্জের নাম চান্দ্রো টোমরের নামে রেখে নারীশক্তিকে সম্মান জানানো হয়েছে।’’ পাশাপাশি সপ্তাহশেষের কোভিড কার্ফুর সময়ে শিল্প সংস্থা ও ধর্মীয় স্থান খোলা রাখার অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ধর্মীয় স্থানের ভিতরে একসঙ্গে পাঁচ জন দশনার্থী উপস্থিত থাকতে পারবেন না। পুলিশকে সহানুভূতি ও ধৈর্যের সঙ্গে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন বিধানসভা ভোটের দিকে তাকিয়েই এই ঘোষণা বলে দাবি বিরোধীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement