যোগী আদিত্যনাথ। ছবি: পিটিআই।
রামনামেই কি দেওয়ালির আলো জ্বালাবেন যোগী আদিত্যনাথ? দেওয়ালির দিনেই কি অযোধ্যায় রামের মূর্তি বসানোর কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী? সর্দার বল্লভভাই পটেলের মূর্তিকেও কি ছাপিয়ে যাবে সেই মূর্তি? জোর জল্পনা অযোধ্যায়।
সর্দার বল্লভভাই পটেলের মূর্তির উচ্চতা ১৮২ ফুট মিটার। প্রস্তাবিত রামের মূর্তিটি মূলত ১৫১ মিটার উঁচু হলেও তা নাকি বসানো হবে ৫১ মিটার উঁচু বেদিতে। ফলে সব মিলিয়ে তা হবে ২০২ মিটার উঁচু। ফলে গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা বিশ্বের উচ্চতম মূর্তিকেও তা ছাপিয়ে মাথা তুলতে পারে।
মঙ্গলবার সরয়ূ নদীর ধারে সূচনা হবে দীপাবলি উৎসবের। সেই উৎসবের সূচনা করতে অযোধ্যা যাবেন যোগী আদিত্যনাথ। উৎসবে উপস্থিত থাকবেন দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম জুং সুক-ও। সূচনার দিনেই নাকি রামনামের ‘শরণ’ নিতে পারেন যোগী।
আরও পড়ুন
রামমন্দির নিয়ে আইন সম্ভব, দাবি মন্ত্রীরও
রামের নামে প্রদীপ জ্বালান, শীঘ্রই শুরু হবে রামমন্দির তৈরির কাজ: যোগী আদিত্যনাথ
গত বছরেই রামের মূর্তির পরিকল্পনার কথা ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ সরকার। তবে তা পরিকল্পনার স্তরেই ছিল। কিন্তু, আগামী বছরের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ফের রামনামেই ভোট বৈতরণী পার হতে চায় যোগীর দল বিজেপি।
রামের মূর্তি ছাড়া এ দিন রামমন্দির নিয়েও নিজের পরিকল্পনার কথা ঘোষণা করতে পারেন যোগী। দিন দুয়েক আগেই রাজস্থানের বিকানেরে একটি জনসভায় তিনি মন্তব্য করেছিলেন, “খুব শীঘ্রই অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ শুরু হবে। দেওয়ালির পরই এ নিয়ে আমরা কাজে নেমে পড়ছি।”
আরও পড়ুন
রাফাল-অস্বস্তি কাটাতে ‘অরিহন্ত’ নিয়ে প্রচারে মোদী
যদিও যোগীর এই মন্তব্য কতটা বাস্তবসম্মত তা নিয়েই প্রশ্ন রয়েছে। রামমন্দির বিষয়টি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। এ নিয়ে রায় ঘোষণা না হলে কী ভাবে ওই কাজে এগোবেন যোগী, তা নিয়েও প্রশ্ন উঠছে।অন্য দিকে, রামমন্দির গড়ার জন্য বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-র মতো কট্টর হিন্দুত্ববাদীদের দাবিতে দলের অন্দরে-বাইরে বেজায় চাপে নরেন্দ্র মোদী সরকার।
আরও পড়ুন
পশ্চিমবঙ্গের মতো পরিবর্তনের মেঘ ছত্তীসগঢ়ের আকাশেও!
রাম নিয়ে ঘোষণাই শুধু নয়, এ বারের দীপাবলি উদ্যাপনও আরও জমকালো করতে চায় যোগী সরকার। বিশ্বরেকর্ড গড়তে এ বারের দীপাবলি উৎসবের সন্ধ্যায় সরযূ নদীর ধারে ৩ লক্ষ প্রদীপ জ্বালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।সেই সঙ্গে উৎসবের সময়সীমা এক দিন থেকে বাড়িয়ে তিন দিন করা হয়েছে।
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)