Uttar Pradesh

যোগীরাজ্যে চারদিন মর্গে পড়ে রইল দেহ, খুবলে খেল পিঁপড়ে-ইঁদুর

জানা গিয়েছে, ২৯ এপ্রিল পথ দুর্ঘটনায় আহত হন ওই মহিলা। তার পর বলরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এর পরের দিনই মৃত্যু হয় তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৬:৫২
Share:

প্রতীকী ছবি।

Advertisement

মৃত্যুর পর চারদিন ধরে মর্গে পড়ে দেহ পড়ে রয়েছে এক মহিলার দেহ। দেহ নেওয়ার কোনও দাবিদার নেই। মর্গে পড়ে থাকা দেহ খুবলে খেল পিঁপড়ে-ইঁদুর। সম্প্রতি এই ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশের আজমগড়ে।

জানা গিয়েছে, ২৯ এপ্রিল পথ দুর্ঘটনায় আহত হন ওই মহিলা। তার পর বলরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এর পরের দিনই মৃত্যু হয় তাঁর। দেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছিল মর্গে। মৃতের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় জেলা প্রশাসনকে জানিয়েছিল। কিন্তু তার পরও চার দিন ওই মহিলার দেহ পড়ে ছিল মর্গে। এই ক’দিনে মৃত মহিলার দেহের একটি অংশ খুবলে খেয়েছে ইঁদুর-পিঁপড়ে।

Advertisement

এ নিয়ে আজমগড়ের প্রধান মেডিক্যাল অফিসার একে মিশ্র বলেছেন, ‘‘মহিলার পরিচয় জানা সম্ভব না হওয়ায় ময়নাতদন্তের আগে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল।’’ ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। দেহের ময়নাতদন্ত করা হয়। এবং দেহ সৎকার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement