Joe Biden

এ বছর সেপ্টেম্বরে প্রথম ভারত সফরে আসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন

দক্ষিণ এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত ডোনাল্ড বলেন, ‘‘আমাদের প্রেসিডেন্ট সেপ্টেম্বরে ভারত সফরে যাওয়ার জন্য উদ্‌গ্রীব হয়ে আছেন। এটাই তাঁর প্রথম ভারত সফর হতে চলেছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১৩:৪৪
Share:

সেপ্টেম্বরে প্রথম বার ভারত সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন। — ফাইল ছবি।

ভারত সফরে আসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সেপ্টেম্বরে প্রথম বারের জন্য ভারত সফরে আসার কথা তাঁর। বাইডেনের সফর ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া মাত্রা যোগ করবে বলে আশাবাদী হোয়াইট হাউস। জি২০ শিখর সম্মেলন সফল ভাবে আয়োজন করার জন্য ভারতের ভূয়সী প্রশংসাও করেছে ওয়াশিংটন।

Advertisement

‘জি২০ লিডার্স সামিট’-এর আসরে হাজির থাকতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন। শনিবার এমনই জানিয়েছেন দক্ষিণ এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তাঁর মতে, ২০২৩ সাল ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া যুগের সূচনা করতে চলেছে। তারই প্রথম প্রকাশ সেপ্টেম্বরে জি২০ লিডার্স সামিটে হতে চলেছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি একই মঞ্চ আলো করে থাকতে চলেছেন বাইডেনও।

ডোনাল্ড বলেন, ‘‘আমি জানি, আমাদের প্রেসিডেন্ট সেপ্টেম্বরে ভারত সফরে যাওয়ার জন্য উদ্‌গ্রীব হয়ে আছেন। জি২০ লিডার্স সামিটে অংশ নিয়ে এটাই তাঁর প্রথম ভারত সফর হতে চলেছে। আগামিদিনে যা যা হবে তার কথা ভেবে আমরা এখনই রোমাঞ্চ অনুভব করছি।’’

Advertisement

এর আগে আমেরিকার প্রশাসনের তাবড় নেতৃত্ব, যেমন সেক্রেটারি অফ স্টেট টোনি ব্লিঙ্কেন, ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইল্লেন এবং কমার্স সেক্রেটারি জিনা রাইমোন্ডোরা ভারত ঘুরে গিয়েছেন। দিল্লির ইন্ডিয়া-ইউএস ফোরামেও হাজির ছিলেন তাঁরা। ফলে দুই দেশের সম্পর্কে ইতিমধ্যেই বন্ধুত্বের সুবাতাস বইছে। এই আবহে আগামী সেপ্টেম্বর মাসে নয়াদিল্লি আসছেন বাইডেন বলে জানাল হোয়াইট হাউজ়। ভারত-আমেরিকা সুসম্পর্কের প্রেক্ষিতে এখনও চিনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জি২০ সম্মেলন চলাকালীন বাইডেনের ভারত সফর যে তাঁদের উদ্বেগ আরও খানিক বৃদ্ধি করবে, তা অনুমান করা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement