Fight Over Momo

বাড়ি ফেরার পথে মোমো আনতে ভুলে গিয়েছেন স্বামী, রাগে বিচ্ছেদের সিদ্ধান্ত স্ত্রীর

তরুণীর অভিযোগ, বিয়ে হওয়ার পর কয়েক দিন মোমো নিয়ে বাড়ি ফিরলেও তার পর প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন তাঁর স্বামী। এমনকি কাজ থেকে দেরি করেও বাড়ি ফিরছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১১:৫৩
Share:

—প্রতীকী ছবি।

বিয়ের আগে হবু স্ত্রীকে মোমো খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিয়ের পর কয়েক দিন মোমো নিয়ে এলেও তার পর কাজ থেকে ফেরার পথে মোমো আনা বন্ধ করে দিয়েছেন তরুণ। রাগের বশে বাপের বাড়ি চলে যান তরুণী। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তও নিয়ে ফেলেন তিনি। ঘটনাটি উত্তর প্রদেশের আগরায় ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আগরার মালপুরা এলাকার বাসিন্দা ওই তরুণী। ছ’মাস আগে বিয়ে হয়েছে তাঁর। স্বামী জুতো তৈরির কারখানায় কাজ করেন। তরুণীর দাবি, বিয়ের আগে প্রতি দিন মোমো খেতেন তিনি। বিয়ের কথা পাকা হওয়ার সময় তরুণকে তা জানিয়েছিলেন। বিয়ের পর কাজ থেকে বাড়ি ফেরার পথে রোজ স্ত্রীর জন্য মোমো কিনে নিয়ে আসবেন সেই প্রতিশ্রুতিও দেন তরুণ।

তরুণীর অভিযোগ, বিয়ে হওয়ার পর কয়েক দিন মোমো নিয়ে বাড়ি ফিরলেও তার পর প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন তাঁর স্বামী। এমনকি কাজ থেকে দেরি করেও বাড়ি ফিরছেন তিনি, এমনটাই অভিযোগ তরুণীর। রাগের বশে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে যান তরুণী। এমনকি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তও নিয়ে ফেলেন। স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

Advertisement

সংসারের অশান্তি মেটাতে পারিবারিক সমস্যা সমাধান বিষয়ক কেন্দ্রের দ্বারস্থ হন দম্পতি। তরুণ জানান, আর্থিক টানাপড়েনের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁকে। এই পরিস্থিতিতে প্রতি দিন স্ত্রীর জন্য মোমো কিনতে পারছেন না তিনি। পারিবারিক সমস্যা সমাধান বিষয়ক কেন্দ্রের তরফে জানানো হয়, প্রতি দিন না হলেও সপ্তাহে অন্তত দু’এক দিন স্ত্রীর জন্য মোমো কিনে বাড়ি ফিরবেন তরুণ। আপাতত এই সিদ্ধান্তেই রাজি হয়েছেন দম্পতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement