Rape and Murder

উত্তরপ্রদেশে গণধর্ষণের পর শ্যালিকাকে শ্বাসরোধ করে খুন, দুই বন্ধুর সাহায্যে দেহ জ্বালিয়ে দিলেন যুবক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর বয়স ২১। গত ২৩ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন মুজফ্ফরনগরের বাভানা গ্রামের বাসিন্দা ওই তরুণী। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৬
Share:

— প্রতীকী চিত্র।

আরও দুই সঙ্গীকে নিয়ে নিজেরই শ্যালিকাকে গণধর্ষণ করলেন এক যুবক। তার পর শ্বাসরোধ করে খুন। সব শেষে প্রমাণ লোপাট করতে জ্বালিয়ে দেওয়া হল দেহ। সম্প্রতি উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর বয়স ২১। গত ২৩ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন মুজফ্ফরনগরের বাভানা গ্রামের বাসিন্দা ওই তরুণী। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, দীর্ঘ দিন ধরেই তরুণীকে পছন্দ করতেন তাঁর ভগ্নিপতি আশিস। তাঁকে প্রায়ই উত্যক্তও করতেন তিনি। সম্প্রতি তাঁকে বিয়ে করার জন্য তরুণীকে চাপ দিতে শুরু করেন ওই যুবক। তরুণী সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেন। এর পরেই প্রাথমিক অনুমানের ভিত্তিতে তরুণীর ভগ্নিপতিকে আটক করে পুলিশ। জেরার মুখে আশিস স্বীকার করে নেন, দুই বন্ধুর সঙ্গে মিলে তিনিই ধর্ষণ করে খুন করেছেন শ্যালিকাকে।

আশিসকে জেরার পরেই তরুণীর দগ্ধ দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সুপার (গ্রামীণ) আদিত্য বনসল জানিয়েছেন, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলেও অন্য দুই অভিযুক্ত শুভম ও দীপক এখনও ফেরার। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement