Molestation

স্ত্রীকে হেনস্থার প্রতিবাদ করায় মার, শূন্যে গুলি, উত্তরপ্রদেশে গ্রেফতার হেনস্থাকারী

ওই মহিলাকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি হেনস্থার অভিযোগও রয়েছে পাপ্পুর বিরুদ্ধে। মহিলার স্বামী তা নিয়ে পাপ্পুর সঙ্গে কথা বলতে গেলে উল্টে পাপ্পু তাঁকেই মারধর করেন বলে অভিযোগ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২২ ০৯:৫১
Share:

স্ত্রীকে হেনস্থার প্রতিবাদ করায় মার। — প্রতীকী ছবি।

স্ত্রীকে হেনস্থার প্রতিবাদ করতে গিয়ে নিগ্রহের শিকার স্বামী। শূন্যে চলল গুলি! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরায়। অভিযুক্ত হেনস্থাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

অভিযোগ, কালিন্দী বিহারের বাসিন্দা পাপ্পু চৌহান দীর্ঘদিন ধরে এক গৃহবধূকে হেনস্থা করছেন। ওই মহিলাকে দেখে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গিও করতেন পাপ্পু। এক দিন ওই মহিলা তাঁর স্বামীকে সব জানান। স্বামী সব শুনে অভিযুক্ত পাপ্পুর সঙ্গে কথা বলতে যান। তখনই উল্টে পাপ্পু তাঁকে মারধর শুরু করেন বলে অভিযোগ। শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালানো হয়।

গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ ঘুরছে সমাজমাধ্যমে। আনন্দবাজার অনলাইন সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।

Advertisement

এই ঘটনার পরই মহিলা থানায় পাপ্পুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সোমবার পুলিশ পাপ্পুকে গ্রেফতার করে।

অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে পুলিশের খাতায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement