Uttar Pradesh

‘ভুতুড়ে শিক্ষক’ রুখতে সেলফি হাজিরার দাওয়াই যোগী সরকারের

নির্দিষ্ট সময়ে পৌঁছতে হবে ক্লাসে। ক্লাসের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে পাঠিয়ে দিতে হবে ‘বেসিক শিক্ষা অধিকারি’ (বিএসএ)-র ওয়েবপেজে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ১৯:০১
Share:

হাজিরার জন্য ক্লাসে সেলফি তুলছেন শিক্ষক। অলঙ্করণে তিয়াসা দাস।

নির্দিষ্ট সময়ে পৌঁছতে হবে ক্লাসে। ক্লাসের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে পাঠিয়ে দিতে হবে ‘বেসিক শিক্ষা অধিকারি’ (বিএসএ)-র ওয়েবপেজে। সকাল ৮টার মধ্যে এই কাজ না করলে,এক দিনের মাইনে পাবেন না শিক্ষক-শিক্ষিকারা। গরমের ছুটি পড়ার আগে গত মে মাস থেকে এ ভাবেই নিজেদের হাজিরা দিতে হচ্ছে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার সরকারি স্কুলের শিক্ষকদের।

Advertisement

নির্দিষ্ট সময়ে সেলফি তুলে হাজিরার এই পদ্ধতি চালু করার পর থেকে এখনও অবধি ৭০০-র বেশি শিক্ষকের এক দিনের মাইনে কাটা গিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষা দফতরের এক প্রবীণ আধিকারিক। তাঁর দাবি, এই পদ্ধতি জেলার ‘ভুতুড়ে শিক্ষক’দের চক্র ভাঙতে সাহায্য করবে।

কিন্তু ভুতুড়ে শিক্ষক ব্যাপারটা কী? উত্তরপ্রদেশের বেশ কিছু জেলায় কিছু অসাধু শিক্ষক নিজেরা স্কুলে পড়াতে না গিয়ে অন্য ব্যক্তিকে পাঠিয়ে দেন। সেই ব্যক্তি ওই শিক্ষকের বদলে হাজিরা দেওয়া থেকে শুরু করে ক্লাসও নেন। বদলে কিছু টাকা পান ওই শিক্ষকের কাছ থেকে। তাঁরাই ‘ভুতুড়ে শিক্ষক’।

Advertisement

বারাবাঁকি জেলায় এই চক্র নাকি বেশ রমরমা। সেই চক্র ভাঙতেই সেলফির মাধ্যমে হাজিরার পদ্ধতি চালু করা হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। ওই পদ্ধতি কাজে এলে অন্যান্য জেলাতেও তা চালু করার ভাবনা রয়েছে উত্তরপ্রদেশের সরকারের। সে রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। শিক্ষার মান বাড়াতে ক্লাসের মধ্যে শিক্ষকদের সোশ্যাল মিডিয়াতে সময় কাটানোতেও রাশ টানার চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও পডুন: ভারতীয় সেনার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ কাশ্মীরে, ভিডিয়ো বার্তায় হুমকি দিল আলকায়দা প্রধান

যদিও নতুন এই ব্যবস্থায় খুশি নন অনেক শিক্ষকই। তারা এই নিয়মকে ‘অনৈতিক’ বলছেন। ওই জেলার রামনগর গ্রামের এক শিক্ষিকা বলেছেন, “রেলওয়ে ক্রসিংয়ে টেম্পো আটকে পড়ায় এক দিন ৮টার মধ্যে সেলফি পাঠাতে পারিনি। তাই মাইনে পাইনি।” গ্রামের দিকে ইন্টারনেটের সমস্যা ও যোগাযোগ ব্যবস্থার সমস্যার জন্য ৮টার মধ্যে সেলফি পাঠাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও পডুন: নদী নিয়ে দিল্লি-ঢাকা বৈঠক চান মমতা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement