ফাইল চিত্র।
নতুন জাতীয় শিক্ষা নীতির অঙ্গ হিসেবে স্কুলের ক্লাসরুমে শিক্ষাদান, শেখা এবং তার ফলাফল নিয়মিত জরিপের নতুন প্রকল্প ‘স্টারস’-এ অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, ৫৭১৮ কোটি টাকার এই প্রকল্প আপাতত শুরু হচ্ছে ছয় রাজ্যে। হিমাচলপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরল এবং ওড়িশা। এর জন্য বিশ্ব ব্যাঙ্ক প্রায় ৩৭০০ কোটি টাকা দেবে কেন্দ্রকে। বাকি ২০০০ কোটি টাকার ভার বইবে রাজ্যগুলি।
প্রকল্পটির লক্ষ্য হবে, ৩ থেকে ৮ বছর বয়সি পড়ুয়াদের সাক্ষরতা ও সংখ্যা পরিচিতির ভিত পোক্ত করা, তার জন্য শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ, পড়ুয়ারা সত্যিই কতটুকু শিখতে ও বুঝতে পারছে, ক্রমাগত তা মাপার বন্দোবস্ত করা ইত্যাদি। নিরপেক্ষ ভাবে পড়ুয়াদের অগ্রগতি জরিপ করতে তৈরি হবে জাতীয় পরীক্ষা কেন্দ্র (পরখ)। অনেকটা এই ধাঁচে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সহায়তায় স্কুল শিক্ষার মানে উন্নতির সুযোগ পাবে গুজরাত, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড ও অসম।
আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলি এই ধরনের প্রকল্পে সহজ শর্তে ঋণ দিলেও, শিক্ষায় স্বাধীনতার বিষয়ে তারা কেন্দ্র অথবা রাজ্যের অধিকারে নাক গলাবে কি না কিংবা নিজেদের সিদ্ধান্ত কতখানি চাপানোর চেষ্টা করবে, সে সব বিষয়ে অবশ্য সংশয় রয়েছে বিশেষজ্ঞদের একাংশে।