বার্থ পছন্দ হয়নি। সেই ছুতোয় চেন টেনে মুম্বইয়ের সিএসটি-তে ট্রেন ছাড়তে এক ঘণ্টা দেরি করানোর অভিযোগ উঠল শিবসেনার এক বিধায়কের বিরুদ্ধে। রেলের অফিসাররা জানিয়েছেন, ঘটনার তদন্ত হবে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস যাতে এ ব্যাপারে পদক্ষেপ করেন, অনুরোধ করবেন তাঁরা। সিএসটি থেকে বুধবার রাতে দেবগিরি এক্সপ্রেসের ছাড়ার কথা ছিল ন’টা দশে। নান্দেড়ের বিধায়ক হেমন্ত পাটিলের জন্য ট্রেন ছাড়তে ছাড়তে দশটা বেজে যায়। এসি কামরায় উঠে সাইড বার্থ পেয়ে বিধায়ক খেপে ওঠেন বলে অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক রেলেরই এক অফিসারের বক্তব্য, বিধায়ক বলেন, ওই বার্থে শোবেন না। ওই অফিসার আরও জানান, বিধায়কের ওই আচরণে দূরপাল্লার দু’টো ট্রেন, সিএসটি-ম্যাঙ্গালোর এবং সিদ্ধেশ্বর এক্সপ্রেস ১৫-২০ মিনিট দেরিতে ছেড়েছে। বিধায়কের সঙ্গে যোগাযোগ করা যায়নি।