ছবি সংগৃহীত
চাবাহার বন্দর প্রকল্পে ভারতের ভূমিকা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা নিরসন করতে এর আগেই মুখ খুলেছিল ইরান। চিনের ইরানে বিনিয়োগ নিয়েও তেহরানের পক্ষ থেকে বলা হয়েছিল, চিন এবং ভারত উভয়ের সঙ্গেই ভারসাম্য রেখে বাণিজ্য করতে চায় তারা। অতীতেও এমনটাই ঘটেছে। এ বার এক ধাপ এগিয়ে ইরানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, কোভিড পরিস্থিতির মধ্যেই চাবাহার বন্দরকে কেন্দ্র করে চলছে জলবাণিজ্য। ভারত থেকে এবং ভারতে পণ্য যাতায়াত করছে এই বন্দরের মাধ্যমে। সে দেশের বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, সম্প্রতি ‘নন এডিবল’ মাছবাহী একটি জাহাজ আফগানিস্তান থেকে চাবাহার হয়ে ভারতে গিয়েছে। ভারত থেকেও মধ্য এবং পূর্ব এশিয়ায় পণ্য গিয়েছে চাবাহারের শহিদ বেহেস্তি টার্মিনালের মাধ্যমে।