India-UK

খলিস্তানি সন্ত্রাস দমনে ব্রিটেনের তহবিল

বৃহস্পতিবার তিন দিনের ভারত সফরে এসেছেন ব্রিটেনের মন্ত্রী টম টুগেনহাট। সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনের আগে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতেই এই সফর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ০৬:৩৯
Share:

ব্রিটেনের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী টম টুগেনহাট। ছবি: সংগৃহীত।

ব্রিটেন সে দেশে খলিস্তানি সন্ত্রাস নিয়ন্ত্রণে তহবিল গড়ছে বলে জানিয়েছেন সে দেশের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী টম টুগেনহাট। বৃহস্পতিবার তিন দিনের ভারত সফরে এসেছেন ব্রিটেনের মন্ত্রী। সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনের আগে দুই দেশের মধ্যে সম্পর্ক
আরও মজবুত করতেই এই সফর। ব্রিটিশ দূতাবাসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন নিরাপত্তা মন্ত্রী টম টুগেনহাট। সেখানেই খলিস্তানি সন্ত্রাস নিয়ন্ত্রণে নতুন তহবিল গড়ার কথা ঘোষণা করেছেন তিনি।’
জানা গিয়েছে, নতুন তহবিলের জন্য প্রাথমিক ভাবে ৯৫ হাজার পাউন্ড বরাদ্দ করা হয়েছে।

Advertisement

গত মার্চ মাসে লন্ডনের ভারতীয় দূতাবাসে তাণ্ডব চালায় খলিস্তানিরা। কার্যালয়ের সামনে জাতীয় পতাকা টাঙানো ছিল, সেটি খুলে ফেলে দিয়ে হলুদ খলিস্তানি পতাকা লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। কেন পর্যাপ্ত নিরাপত্তা ছিল না দূতাবাসের সামনে, সেই নিয়ে ব্রিটিশ
প্রশাসনের তীব্র সমালোচনা করে ভারত। মধ্যরাতে তলব করা হয়েছিল ভারতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement