Emine Dzhaparova

দিল্লিতে এমিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযানের নির্দেশ দেওয়ার এক মাস পরেই ভারত সফরে এসেছিলেন সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ০৮:১৬
Share:

ইউক্রেনের উপবিদেশমন্ত্রী এমিন জ়াপারোভার। ছবি: টুইটার।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম ইউক্রেনের কোনও মন্ত্রী নয়াদিল্লিতে পা রাখলেন। আজ থেকে চার দিনের ভারত সফর শুরু হল সে দেশের উপবিদেশমন্ত্রী এমিন জ়াপারোভার। এই সফরে তিনি বৈঠক করবেন ভারতীয় কূটনৈতিক কর্তাদের সঙ্গে। যাঁদের মধ্যে রয়েছেন বিদেশসচিব বিনয় কোয়াত্রা, বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি।

Advertisement

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযানের নির্দেশ দেওয়ার এক মাস পরেই ভারত সফরে এসেছিলেন সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল।

তাৎপর্যপূর্ণ ভাবে যুদ্ধ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা এবং ইউরোপের দেশগুলির রাষ্ট্রপুঞ্জে আনা কোনও প্রস্তাব এখনও সমর্থন করেনি নয়াদিল্লি। তবে যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে একাধিক বার ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। যুদ্ধ থামানোর জন্য ভারতের সহায়তাও চেয়েছেন জ়েলেনস্কি। ভারসাম্যের নীতি অবলম্বন করা মোদী সরকারের পক্ষ থেকে রাশিয়ার উপরে আমেরিকার জারি করা আর্থিক নিষেধাজ্ঞা না-মানা হলেও, পুতিনকে মোদী জানিয়েছেন, এটা যুদ্ধের সময় নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement