টাইফুন নিডার তাণ্ডবে জেরবার দক্ষিণ চিন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, গুয়াংঝৌ প্রদেশের পূর্ব দিকে ও পার্ল নদী সংলগ্ন ব-দ্বীপ অঞ্চলে মঙ্গলবার প্রবল বৃষ্টি হয়েছে।
Advertisement
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৬ ০৩:১৬
Share:
টাইফুন নিডার তাণ্ডবে জেরবার দক্ষিণ চিন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, গুয়াংঝৌ প্রদেশের পূর্ব দিকে ও পার্ল নদী সংলগ্ন ব-দ্বীপ অঞ্চলে মঙ্গলবার প্রবল বৃষ্টি হয়েছে। ঘণ্টায় প্রায় ১৫১.২ কিমি বেগে আসা নিডার জেরে সোমবারই সতর্কতা জারি হয়েছিল।