PUBG

রেললাইনের ধারে পাবজি-মত্ত দুই যুবক! প্রাণ কাড়ল ট্রেনের ধাক্কা

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় রেল ট্রাকের ধারে দাঁড়িয়েই পাবজি খেলছিলেন ওই দু’জনে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ১৯:১০
Share:

পাবজির নেশা প্রাণ কাড়ল দুই যুবকের। ছবি শাটারস্টকের সৌজন্যে।

পাবজি-র আসক্তির পরিনতি যে কী ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ মিলল মহারাষ্টের এক ঘটনায়। শনিবার রাতে রেল লাইনের ধারে দাঁড়িয়ে পাবজি খেলছিলেন দুই যুবক। সে সময় দ্রুত গতিতে ছুটে আসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের হিঙ্গলি জেলার খাটকালি এলাকায়। মুম্বই থেকে এই জায়গার দূরত্ব প্রায় ৫৭০ কিলোমিটার। জানা গিয়েছে, হায়দরাবাদ-অজমেঢ় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দু’জনের।

Advertisement

মৃত দুই যুবকের নাম নাগেশ গোরে ও স্বপ্নিল অন্নপূর্ণে। তাঁদের বয়স যথাক্রমে ২৪ ও ২২ বছর। শনিবার অনের রাতে স্থানীয় লোকজন দুই যুবকের দেহ রেললাইনের ধারে পড়ে থাকতে দেখেন। তারাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য।

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় রেল ট্রাকের ধারে দাঁড়িয়েই পাবজি খেলছিলেন ওই দু’জনে। পাবজিতে এতটাই মত্ত ছিলেন তাঁরা যে ট্রেনের হর্ণের তীব্র শব্দও কানে যায়নি তাঁদের।

Advertisement

যুবসমাজের মধ্যে খারাপ প্রভাব ফেলছে পাবজি। এই মর্মে রাজকোট পুলিশ পাবজি খেলাকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু তাতেও যে পাবজি আসক্তি রোখা যায়নি। এই ঘটনা সেটাই ফের দেখিয়ে দিল।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত স্ত্রী, দেখে ফেলায় খুন হতে হল স্বামীকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement