Tiger

Tigers: দুই বাঘের খুনসুটি, এমন দৃশ্য মেলা ভার, মন ছুঁয়ে যাবে ভিডিয়ো

সম্প্রতি বনাধিকারিক সুশান্ত নন্দ তেমনই একটি ভিডিয়ো টুইটারের শেয়ার করেছেন। ভিডিয়োটি এ মধ্যপ্রদেশের বাঘ সংরক্ষণ কেন্দ্রের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৮:১৪
Share:

দু’টি বাঘের খেলার সেই দৃশ্য। ছবি সৌজন্য টুইটার।

জঙ্গলের মধ্যে দু’টি বাঘ খেলা করছে। একটি অন্যটির উপর ঝাঁপিয়ে পড়ছে। মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এক অপরকে খেলাচ্ছলে কামড়ে ধরছে। গভীর জঙ্গলে এমন দৃশ্য ক্যামেরাবন্দি করা সহজ নয়। আর সেই দৃশ্যের জন্য রাতের পর রাত, দিনের পর দিন জঙ্গলে কাটিয়ে দেন বহু আলোকচিত্রী। কাছ থেকে এমন দৃশ্য আবার ‘সৌভাগ্যের’ও বিষয়।

Advertisement

সম্প্রতি বনাধিকারিক সুশান্ত নন্দ তেমনই একটি ভিডিয়ো টুইটারের শেয়ার করেছেন। ভিডিয়োটি এ মধ্যপ্রদেশের বাঘ সংরক্ষণ কেন্দ্রের। ভিডিয়োটি দেখার পর অনেকেই মন্তব্য করেছেন, ‘বন্যেরা বনে সুন্দর!’।

খাঁচায় বন্দি বাঘ, আর জঙ্গলে খোলা প্রান্তে ঘুরে বেড়ানো বাঘকে চাক্ষুষ করার অনুভূতিই আলাদা। ভয় এবং আনন্দমিশ্রিত সেই অনুভূতির টানেই অনেকে এ দেশের বাঘ সংরক্ষণ কেন্দ্রগুলিতে ছুটে যান। কিন্তু দুই বাঘের এমন খুনসুটি খুব কম জনই চাক্ষুষ করেছেন।

Advertisement

ভিডিয়োটি ৭৭ হাজার বার দেখেছেন টুইটার গ্রাহকরা। এক গ্রাহক লিখেছেন, ‘এমন দৃশ্য সত্যিই বিরল। অসাধারণ।’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement