পাঁচ তলা থেকে পড়ে মৃত্যু দুই ছাত্রের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
ভাড়া বাড়ির পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হল দুই ছাত্রের। দিল্লির রোহিণীর ঘটনা। ওই দুই ছাত্র দিল্লির কলেজে বিবিএ পড়তেন। রবিবার রাতে তাঁদের বাড়িতে এসেছিলেন কয়েক জন বন্ধুবান্ধব। তাঁদেরও জেরা করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনাবশত সোমবার গভীর রাতে পাঁচতলা থেকে পড়ে গিয়েছেন ইশান এবং হর্ষ।
ইশান রাজস্থানের ভরতপুরের বাসিন্দা। হর্ষ দিল্লির পালাম কলোনির বাসিন্দা। রোহিণীর একটি বাড়ির পাঁচতলায় পেয়িং গেস্ট থাকতেন দু’জন। স্থানীয়েরা জানিয়েছেন, সোমবার রাত ১টা নাগাদ পাঁচতলা থেকে দু’জনে পড়ে যান। সঙ্গে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দু’জনকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পাঁচতলার জানলা দিয়ে পড়ে গিয়েছেন দুই যুবক।
ডেপুটি কমিশনার (রোহিণী) অমিত গয়াল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হচ্ছে। মনে করা হচ্ছে, দুর্ঘটনাবশত দু’জন পড়ে গিয়েছেন।
মৃতদের এক বন্ধু জানিয়েছেন, দু’মাস আগে ওই বাড়িতে ভাড়া থাকতে এসেছিলেন ইশান এবং হর্ষ। একই ঘরে থাকতেন তাঁরা। রবিবার রাতে কয়েক জন বন্ধু এসেছিল তাঁদের বাড়িতে। পার্টি হয়েছিল। সেখানে কারও সঙ্গে মৃতদের ঝামেলা হয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এক আধিকারিক জানিয়েছেন, ফুটেজে সন্দেহজনক কিছু মেলেনি। দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।