Accident

দুরন্ত গতিতে ছুটে এসে দুই পথচারীকে ধাক্কা অ্যাম্বুল্যান্সের, নিহত দেওর-বৌদি

ঘটনাস্থলেই মৃত্যু হয় ছায়ার। বাবুরাওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৬
Share:
দুর্ঘটনায় নিহত দু’জন।

দুর্ঘটনায় নিহত দু’জন। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হল দুই পথচারীর। মহারাষ্ট্রের লাতুরের ঘটনা। ঘাতক অ্যাম্বুল্যান্সের চালকের খোঁজ মেলেনি। স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে ওই চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন ছায়া মনোহর গুরমে (৫৫) এবং বাবুরাও গুমরে। তাঁর একই পরিবারের। বাবুরাও ছায়ার দেওর হন। পুলিশ আধিকারিক বিডি ভুসনুরে জানিয়েছেন, শুক্রবার রাতে ওই দুর্ঘটনা হয়েছে হাদোলতি এবং ভালসাঙ্গি গ্রামের মাঝে। সে সময় রাস্তা পার হচ্ছিলেন ছায়া এবং বাবুরাও। দুরন্ত গতিতে ছুটে এসে তাঁদের ধাক্কা দেয় অ্যাম্বুল্যান্সটি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ছায়ার। বাবুরাওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, হাদোলতি থেকে শিরুর যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। স্থানীয়দের দাবি, ওই রাস্তা দিয়ে প্রায়ই দুরন্ত গতিতে ছোটে যানবাহন। থানায় জানিয়েও লাভ হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement