Mahakumbh 2025

কুম্ভে ভিড় সামাল দিতে বিশেষ বন্দে ভারতের ব্যবস্থা, কোথা থেকে কোথা পর্যন্ত চলবে?

উত্তর রেল জানিয়েছে, ১৫, ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি থেকে বারাণসী পর্যন্ত চলবে এই বন্দে ভারত। মাঝে থামবে প্রয়াগরাজেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৫
Share:

কুম্ভের পুণ্যার্থীদের জন্য বিশেষ বন্দে ভারত। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

প্রয়াগরাজে কুম্ভমেলায় ভিড় সামাল দিতে তিনটি বিশেষ বন্দে ভারত ট্রেনের ব্যবস্থা করল উত্তর রেলওয়ে। সপ্তাহান্তে দিল্লি থেকে প্রয়াগরাজ হয়ে বারাণসী যাবে এই তিনটি ট্রেন। উত্তরপ্রদেশ সরকার দাবি করেছে, এখন পর্যন্ত ৫০ কোটি পুণ্যার্থী ডুব দিয়েছেন কুম্ভে। ২৬ ফেব্রুয়ারি শেষ পুণ্যস্নানের তিথি। তার আগে আরও লাখ লাখ পুণ্যার্থী যাবেন কুম্ভে। তাঁদের কথা ভেবেই বিশেষ ব্যবস্থা করল রেল।

Advertisement

উত্তর রেল জানিয়েছে, ১৫, ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি থেকে বারাণসী পর্যন্ত চলবে এই বন্দে ভারত। মাঝে থামবে প্রয়াগরাজেও। উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশুশেখর উপাধ্যায় জানিয়েছেন, সপ্তাহান্তে পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে বন্দে ভারত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। শুক্র, শনি এবং রবিবার ভোর সাড়ে ৫টায় দিল্লি থেকে ছাড়বে ওই বন্দে ভারত। প্রয়াগরাজে পৌঁছবে দুপুর ১২টায়। শেষ গন্তব্য বারাণসীতে থামবে দুপুর ২টো ২০ মিনিটে। আবার বারাণসী থেকে ছাড়বে দুপুর ৩টে ১৫ মিনিটে। দিল্লি পৌঁছবে রাত ১১টা ৫০ মিনিটে।

প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হয়েছে ১৩ জানুয়ারি। প্রতিদিন লাখ লাখ মানুষ ডুব দিচ্ছেন ত্রিবেণী সঙ্গমে। সড়কপথে তীব্র যানজট তৈরি হয়েছে। ট্রেনেও ভিড়ে কাহিল যাত্রীরা। বিশৃঙ্খলার অভিযোগ তুলেছেন তাঁরা। ভিড় সামাল দিতেই এ বার উদ্যোগী উত্তর রেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement