Jammu and Kashmir

জম্মু ও কাশ্মীরে রক্ষীদের গুলিতে নিহত দুই জঙ্গি, মৃত তিন পুলিশকর্মীও, সংঘর্ষ জারি

রবিবার হীরানগর সেক্টরে জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলিযুদ্ধ হয়েছিল। তাতে আহত হয়েছিল এক কিশোরী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ২১:১৬
Share:
জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত দুই জঙ্গি।

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত দুই জঙ্গি। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

জম্মু ও কাশ্মীরে নতুন করে শুরু হল জঙ্গি এবং সেনাবাহিনীর সংঘর্ষ। গত চার দিন ধরেই জঙ্গিদের ধরতে অভিযান চালাচ্ছে বাহিনী। বৃহস্পতিবার তাদের গুলিতে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। জঙ্গিদের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে তিন পুলিশকর্মীর। আহত আরও পাঁচ জন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

রবিবার হীরানগর সেক্টরে জঙ্গি এবং নিরাপত্তাবাহিনীর মধ্যে গুলিযুদ্ধ হয়েছিল। তাতে আহত হয়েছিল এক কিশোরী। বৃহস্পতিবার ওই হীরানগর থেকে ৩০ কিলোমিটার দূরে রাজবাগের ঘাটি জাঠানার জাখোল গ্রামে নতুন করে গুলিযুদ্ধ শুরু হয়। তাতেই দুই জঙ্গির মৃত্যু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় চলছে বলে খবর। মনে করা হচ্ছে, রবিবার যাঁরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন, তাঁরাই বৃহস্পতিবার আবার হামলা চালিয়েছেন।

অন্য দিকে, হীরানগর এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ, সেনা, বিএসএফ, সিআরপিএফ, এনএসজি। সূত্রের খবর, শনিবার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে একদল জঙ্গি। নতুন একটি সুড়ঙ্গের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করেছে। বিশেষ সূত্রে খবর পেয়ে রবিবার থেকে তল্লাশি শুরু করে সেনাবাহিনী। তখনই তাদের লক্ষ্য করে ছুটে এসেছিল গুলি। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে হেফাজতে নেওয়া হয়েছে। সূত্রের খবর, জঙ্গলে তল্লাশি চালানোর সময় সানিয়াল গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পাক সীমান্তের দিকে যাচ্ছিলেন ধৃতেরা। যদিও ধৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement